নন্দীগ্রাম: মণ্ডল সভাপতি বদল প্রসঙ্গে গণইস্তফার হুমকি বিজেপির ২০০ জন নেতাকর্মীর, চিঠি গেল ওপরমহলে

।।প্রথম কলকাতা।।
নন্দীগ্রামে মণ্ডল সভাপতি বদল প্রসঙ্গে ক্ষোভ দেখিয়ে গণইস্তফার হুমকি বিজেপির ২০০ জন নেতাকর্মী। চিঠি দেওয়া হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলা সভাপতি তপন বন্দোপাধ্যায়কে।জানাযায়, উল্লেখ্য এদিন গণইস্তফার ২০০ জন কর্মীর তালিকায় রয়েছেন নন্দীগ্রাম-১ মণ্ডলের প্রাক্তন সভাপতি জয়দেব মণ্ডল সহ মণ্ডল কমিটির দুই জন সাধারণ সম্পাদক শাশ্বত মিদ্যা এবং বিষ্ণুপদ প্রামাণিক।
এ ছাড়াও রয়েছেন রবীন পাত্র, অসীম করণ, মহিলা মোর্চার মণ্ডল সভাপতি মোহিনী দাস এবং যুব মোর্চার মণ্ডল সভাপতি পূর্ণ পাত্র সহ বিজেপির আরোও কর্মীসমর্থকেরা।জানা যায় , নন্দীগ্রাম-১ মণ্ডলের প্রাক্তন সভাপতি জয়দেব মণ্ডলকে সম্প্রতি সরিয়ে আনা হয় এবং তাঁর জায়গায় আনা হয় শুভেন্দু অধিকারীর পরিচিত শ্যামাপ্রসাদ মাইতিকে।
এরপরই এ নিয়ে নন্দীগ্রামের সোনাচূড়া, কালীচরণপুর, গোকুলনগর এলাকার বিজেপি নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই এদিন জরুরি বৈঠকে বসেন তাঁরা। তাদের দাবি মণ্ডল সভাপতি বদল না হলে তারা গণইস্তফা দেবেন। ইতিমধ্যেই এ প্রসঙ্গে তাঁরা জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দেন ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম