Prothom Kolkata

Popular Bangla News Website

ট্রায়াল জিতে কমনওয়েলথ গেমসগামী ভারতীয় কুস্তি দলে সাক্ষী, ভিনেশ

।। প্রথম কলকাতা ।।

সিলেকশন ট্রায়ালে জয় ছিনিয়ে আসন্ন কমনওয়েলথ গেমসগামী ভারতীয় দলে নিজেদের জায়গা আদায় করে নিলেন বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী ভিনেশ ফোগত, অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপের রৌপ্যপদক জয়ী অংশু মালিক।

গতবছর ডান কনুইয়ে অস্ত্রোপচারের পর রিংয়ে ফেরা ভিনেশ ফোগত গতকাল লখনউয়ে আয়োজিত ট্রায়ালে চারজন প্রতিপক্ষকে পরাস্ত করেন। টোকিও অলিম্পিকে হতাশাজনক পারফর্মেন্সের পর ভিনেশ নানাবিধ বিতর্কে জড়িয়েছিলেন। অন্ধকার সময়কে পিছনে ফেলে তারকা কুস্তিগির ৫৩ কেজি বিভাগে নিজের জায়গা সুনিশ্চিত করেছেন।

অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিক গতকালের ট্রায়ালে সঞ্জু দেবী, কুসুম, টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী সোনম মালিক ও মনীষাকে হারিয়ে ৬২ কেজি বিভাগে নিজের জায়গা সুনিশ্চিত করেন। ৫৭ কেজি বিভাগে অংশুকে অবশ্য তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। বেশ অনায়াসেই বিশ্বচ্যাম্পিয়নশিপের রৌপ্যপদকজয়ী অংশু কমনওয়েলথ গেমসগামী ভারতীয় দলের টিকিট আদায় করে নেন।

জাতীয় দলের কোচ জিতেন্দ্র যাদব বলেন – ” দুর্দান্ত শক্তিশালী স্কোয়াড তৈরি হয়েছে। প্রতিটি ওজন বিভাগেই পদকের সম্ভাবনা আছে, সেই লক্ষ্য নিয়েই ভারতীয় দল কমনওয়েলথ গেমসে অংশ নেবে। আমরা অন্তত চারটি স্বর্ণপদক জয়ের আশা রাখতেই পারি। “

কমনওয়েলথ গেমসগামী ভারতীয় মহিলা কুস্তি দল

৫০ কেজি: পুজা গেহলট
৫৩ কেজি: ভিনেশ ফোগত
৫৭ কেজি: অংশু মালিক
৬২ কেজি: সাক্ষী মালিক
৬৮ কেজি: দিব্যা কাকরান
৭৬ কেজি: পুজা

Categories