Prothom Kolkata

Popular Bangla News Website

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, সপাটে চড় বিজেপি নেতাকে

1 min read

। প্রথম কলকাতা।।

এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর পোস্ট করার অভিযোগে বিজেপির দলীয় মুখপত্রের কার্যালয়ে ঢুকে সপাটে চড় মারার অভিযোগ উঠে এলো এনসিপি কর্মীর বিরুদ্ধে। বচসার মাঝেই বিজেপি নেতার গালে চড় মারলেন এক এনসিপি কর্মী। ঘটনায় নিন্দার ঝড় তুলেছে গেরুয়া শিবির।

অভিযোগ উঠেছে, মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেকর সোশ্যাল মিডিয়াতে এক পোস্ট করে কুৎসা করেছেন শারদ পাওয়ারের বিরুদ্ধে। এরপর তাঁর অফিসে চলে আসেন বেশকিছু এনসিপি কর্মী। সেখানে বচসা চলাকালে চড় মারা হয় তাঁকে।

এ প্রসঙ্গে বিজেপি নেতা বিনায়ক আম্বেকর জানিয়েছেন, এক ব্যক্তি করের ব্যাপারে পরামর্শ নেবার জন্য তাঁকে ফোন করেছিলেন। সেই ফোনের কিছুক্ষণের মধ্যেই প্রায় ২০ জন লোক নিয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হন তিনি। কথা বলতে গিয়েই এক তাঁর গালে চড় মারেন এক কর্মী। সেই সঙ্গে তাঁকে হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। এনসিপি সাংসদ গিরিশ বাপট তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।

অন্যদিকে গতকাল এনসিপি নেতা শারদ পাওয়ারের প্রতি আপত্তিকর পোস্ট করার কারণে মারাঠি অভিনেত্রী কেতকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবার নিখিল ভুবনে নামে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনসিপি কর্মীর হাতে বিজেপি নেতার হেনস্থা প্রসঙ্গে মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল ট্যুইট করে জানালেন, “এনসিপির গুন্ডারা মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেকরের উপর হামলা চালিয়েছে। ভারতীয় জনতা পার্টির তরফে এই ঘটনার কঠোর নিন্দা করছি। এই গুন্ডাদের দ্রুত মোকাবিলা করতে হবে আমাদের।”

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories