থমাস কাপের ফাইনালে ইন্দোনেশিয়াকে ৩-০ হারিয়ে ঐতিহাসিক শিরোপা জয় ভারতের

।। প্রথম কলকাতা ।।
থাইল্যান্ডের ব্যাঙ্ককের মাটিতে ইতিহাস সৃষ্টি করলেন লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ – চিরাগ, কিদাম্বি শ্রীকান্তরা। আজ, প্রতিযোগিতার ফাইনালে প্রবল শক্তিধর ইন্দোনেশিয়াকে ৩-০ হারিয়ে প্রথমবারের জন্যে থমাস কাপের শিরোপা জিতল ভারত। ভারতীয় মহিলা দল উবের কাপের ২০১৪, ২০১৬ সংস্করণে ব্রোঞ্জ জিতলেও ভারতীয় পুরুষ দল অতীতে থমাস কাপে পদক জেতেনি। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত লক্ষ্যদের।
ফাইনালের প্রথম সিঙ্গলসে অ্যান্থনি সিনিসুকা গিনটিংকে ৮-২১, ২১-১৭, ২১-১৬ হারিয়ে ভারতকে ১-০ লিড এনে দিয়েছিলেন লক্ষ্য সেন। রুদ্ধশ্বাস ডাবলস ম্যাচে মহম্মদ হাসান – কেভিন সঞ্জয়া জুটির বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ব্যবধানে জয় আদায় করেন সাত্ত্বিকসাইরাজ – চিরাগ শেট্টী। টাইয়ের দ্বিতীয় সিঙ্গলস ম্যাচে জোনাথন ক্রিস্টিকে ২১-১৫, ২৩-২১ ব্যবধানে হারিয়ে ভারতে প্রথম থমাস কাপের শিরোপা এনে দিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত।
৪৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই প্রথমবার থমাস কাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। সেখানে ভিক্টর অ্যাক্সেলসেনদের ডেনমার্ককে হারিয়ে ইতিহাস গড়েন লক্ষ্যরা। দীর্ঘদিন পর শক্তিশালী দল নিয়ে থমাস কাপে অংশ নেওয়া শ্রীকান্তরা অবশ্য তাতেই থামেননি। আজ ফাইনালে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ও গতবারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে ভারত।
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে দুটি সিঙ্গলস ম্যাচ হারলেও সর্বোচ্চ মঞ্চে চমকে দিয়েছেন লক্ষ্য। বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী প্রতিশ্রুতিমান লক্ষ্য এদিন গিনটিংয়ের বিরুদ্ধে প্রথম সেট খোয়ালেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ১-০ লিড এনে দিয়েছিলেন। টাইয়ের প্রথম ডাবলস ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রুপকথা লিখেছেন সাত্ত্বিকসাইরাজ – চিরাগ শেট্টী। মহম্মদ আহসান – কেভিন সঞ্জয়া জুটির বিরুদ্ধে ১৮-২১ ব্যবধানে প্রথম সেট খোয়ালেও সাত্ত্বিকরা পরের দুটি সেট ২৩-২১, ২১-১৯ ব্যবধানে দখল করে ২-০ করেন।
চলতি প্রতিযোগিতার ছয়টি ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। বিশ্বচ্যাম্পিয়নশিপের রুপো জয়ী ভারতীয় শাটলার এদিন জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে ২১-১৫, ২৩-২১ ব্যবধানে জয় ছিনিয়ে দেশকে প্রথমবারের জন্যে থমাস কাপের শিরোপা এনে দেন।