Prothom Kolkata

Popular Bangla News Website

কোটাল শঙ্কা সুন্দরবনে, আগামী চারদিন ঝোড়ো বাতাস সহ বৃষ্টির সতর্কতা জারি

1 min read

|| প্রথম কলকাতা ||

বিগত কিছুদিনে অশনী সংকেতে ভীত ছিলো সুন্দরবনের লোকেরা। এবার ভরা কোটালের কারণে আগাম সতর্কতা সুন্দরবনের বাসিন্দাদের। বেশ কয়েক জায়গায় বন্ধ ফেরি চলাচল। আজকে মৎসজীবীদের নদীতে যেতেও বারণ করা হয়েছে। পূর্ণিমার কোটালের কারণে ৪০-৫০ কিমি বেগে চলতে পারে হাওয়া এবং জলের উচ্চতাও ক্রমে বাড়ছে বলে জানা গেছে। অবস্থা খারাপের দিকে বেশ কয়েক জায়গায়। হুগলি ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় সংকট দেখা দিচ্ছে। ইতিমধ্যে সাগরদ্বীপের মহিষামারী এলাকায় মাটির বাঁধে জল ক্রমাগত উচ্চতা বাড়িয়ে উঠছে। মুড়িগঙ্গা-১ পঞ্চায়েত স্থানীয় অঞ্চলেও ক্রমে জলের উচ্চতা বাড়ছে।

জানা গেছে আজকের তুলনায় কাল জলের পরিমান বাড়বে। স্থানীয় লোকেরা জানিয়েছে উপকূলীয় অঞ্চলে বাঁধ ভেঙে জল ঢুকতে পারে। সেক্ষত্রে বিপদের আশংকা কতটা তা এখনি বলা যাচ্ছে না। সতর্কতা জারি সুন্দরবন অঞ্চলে। সাধারণ মানুষ বাসভূমি নিয়ে আপাতত চিন্তায়।

অশনীর প্রভাব সেইভাবে বাংলার উপর না পড়লেও প্রয়োজনীয় ব্যবস্থার কারণে ক্ষতির পরিমান এড়ানো সম্ভব হয়েছে। গ্রীষ্মের শেষে ও বর্ষার শুরুতে এমন দুর্যোগের মুখে পরে সুন্দরবনের বাসিন্দারা। বর্তমানে কোটালের ভয়াবহতা কতটা হবে তা বলা না গেলেও জল উপকূলীয় অঞ্চলে প্রবেশ করলে সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ। নিজেদের বসস্থানে আপাতত সুন্দরবনের লোকেরা সতর্কতা পালন করছে। এ বিষয়ে প্রশাসনের কোনো মতামত এখনো সামনে আসেনি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories