‘আমিই সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী ‘পল্লবী দে’র রহস্য মৃত্যু! আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য

।। প্রথম কলকাতা ।।
২০২০ থেকে একের পর এক তারকার মৃত্যুর সাক্ষী থেকেছে সমগ্র টলি-বলির ভক্তরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘পল্লবী দে’। আজ হঠাৎ অভিনেত্রীর ঘর থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত মৃতদেহ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। মৃত্যু রহস্যের কারণ খুঁজতে বর্তমানে তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত টলিউড অভিনেত্রীর অভিনয় যাত্রা খুব বেশি দিনের নয়। তার অভিনীত প্রথম মেগা ‘রেশমঝাঁপি’। কালারস বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিকে এক পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করার পর প্রথম নায়িকার চরিত্র পান ‘আমিই সিরাজের বেগম’ ধারাবাহিকে। সেখানেই সিরাজের বেগম লুৎফার চরিত্রে পল্লবীকে দেখে মুগ্ধ হয়েছিলেন তার অনুরাগীরা। একই সাথে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই ধারাবাহিক। শুধু তাই নয় ধারাবাহিকের জনপ্রিয়তার পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি নিজে। আর সেই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া এখন টলি পাড়ায়। অনেকের মতে এটা খুন। তবে খুন নাকি আত্মহত্যা সেটা এখন শুধু সময়ই বলবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম