LSG vs RR: প্লে অফের ছাড়পত্র আদায়ে মরিয়া লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি রাজস্থান রয়্যালস

।। প্রথম কলকাতা ।।
আজ, মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে বিধ্বস্ত হওয়া কেএল রাহুলরা এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটাতে মরিয়া থাকবেন। অন্যদিকে লিগ পর্ব শেষে প্রথম দুই দলের মধ্যে জায়গা পেতে চাইবেন সঞ্জু স্যামসনরাও। শক্তিশালী দুই দলের লড়াইয়ে এগিয়ে কারা? রইল সম্ভাব্য একাদশ সহ খুঁটিনাটি তথ্য
পিচ সংবাদ: ব্রাবোর্ন স্টেডিয়ামে আয়োজিত শেষ তিনটি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দলই জয় পেয়েছে। ব্যাটিং সহায়ক পিচ হওয়ায় রানের উৎসব দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দলের খবর
লখনউ সুপার জায়ান্টস: শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিধ্বস্ত হলেও শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় পাওয়া রাহুলদের কাছ থেকে প্রত্যাবর্তনের আশা রয়েছে। এই ম্যাচ জিতলেই নবাগত ফ্র্যাঞ্চাইজিটির প্লে-অফের টিকিট পাকা হয়ে যাবে। ব্যাটিংয়ে কুইন্টন ডি কক – কেএল রাহুল জুটির উপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টি টিম মেন্টর গৌতম গম্ভীরকে চিন্তায় রাখবে। বোলিংয়ে জেসন হোল্ডার, আবেশ খান, মহসিন খানরা নজর কাড়তে পারেন।
সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, করন শর্মা, দুষ্মন্ত চামিরা, আবেশ খান, মহসিন খান
রাজস্থান রয়্যালস: শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হারের মুখ দেখলেও রাজস্থান রয়্যালসের মধ্যে প্রত্যাবর্তনের মশলা রয়েছে। জশ বাটলার, দেবদত্ত পাডিক্কল, যশস্বী জসওয়ালদের পাশাপাশি ব্যাটিং অর্ডারের বড় ভরসা সঞ্জু স্যামসন। বল হাতে ছন্দে রয়েছেন যুজবেন্দ্র চাহালও।
সম্ভাব্য একাদশ: যশস্বী জসওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কল, রাসি ভ্যান ডার দুসেন, রিয়ান পরাগ, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন