মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ আটে নীতু, মনীষা

।। প্রথম কলকাতা ।।
২০২০ টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী লভলিনা প্রি-কোয়ার্টার ফাইনালের গন্ডি টপকাতে ব্যর্থ হলেও তুরস্কের ইস্তানবুলে আয়োজিত ১২তম ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের শেষ আটে জায়গা করে নিয়েছেন নীতু (৪৮ কেজি) ও মনীষা (৫৭ কেজি)।
২০১৭ সালে ইয়ুথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নীতু গতকাল আয়োজিত ৪৮ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনের লোপেজ দেল আরবলের মুখোমুখি হয়েছিলেন। সদ্য স্ট্রান্ডজা মেমোরিয়াল প্রতিযোগিতার স্বর্ণপদকজয়ী নীতু তাঁর ধারাবাহিকতা ইস্তানবুলেও বজায় রেখেছেন। লোপেজকে ৫-০ উড়িয়ে ভারতীয় বক্সার শেষ আটের ছাড়পত্র আদায় করেন। আগামী সোমবার কোয়ার্টার ফাইনাল বাউটে নীতুর প্রতিপক্ষ কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভা।
৫৭ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার স্বেতলানা স্তানেভার বিরুদ্ধে ৪-১ জয় পেয়েছেন ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী মনীষা। শেষ কয়েকটি প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে থাকা মনীষা কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের মুখে পড়বেন। শেষ আটে ভারতীয় বক্সারের প্রতিপক্ষ ইয়ুথ বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী মঙ্গোলিয়ার নামুন মনখর।
আজ রবিবার নিজ নিজ ওজন বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে অংশ নেবেন ছয় ভারতীয় বক্সার। যাদের মধ্যে রয়েছেন ৫২ কেজি বিভাগের নিখাত জারিন, ৫৪ কেজি বিভাগের শিক্ষারা। আজ, বিশ্বচ্যাম্পিয়নশিপে নিজের অভিযান শুরু করবেন ৬৬ কেজি বিভাগের ইয়ুথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অঙ্কুশিতা।