সাবালেঙ্কার চ্যালেঞ্জ উড়িয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালে অপ্রতিরোধ্য সোয়াইতেক

।। প্রথম কলকাতা ।।
শনিবার মহিলা সিঙ্গলস সেমিফাইনালে তৃতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কাকে ৬-২, ৬-১ উড়িয়ে ফাইনালের টিকিট আদায় করে নিয়েছেন ইগা সোয়াইতেক। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা পোলিশ তারকা টানা ২৭ ম্যাচ অপরাজিত। আজ মহিলা সিঙ্গলস ফাইনালে সোয়াইতেকের প্রতিপক্ষ ওনস জাবেউর।
শনিবার একপেশে সেমিফাইনালে প্রতিযোগিতার তৃতীয় বাছাই সাবালেঙ্কাকে কার্যত দাঁড়াতেই দেননি ২০ বছর বয়সী ইগা সোয়াইতেক। পোলিশ তারকা এই নিয়ে পঞ্চম ডব্লুটিএ প্রতিযোগিতার ফাইনালে পৌঁছালেন। চলতি বছরে সাবালেঙ্কার বিরুদ্ধে সোয়াইতেক তিনটি জয় পেয়েছেন। এর আগে স্টুটর্গাট ওপেনের ফাইনালে ও দোহা ওপেনের কোয়ার্টার ফাইনালে কুড়ি বছর বয়সী পোলিশ তারকার কাছে হারের মুখ দেখেছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থাকা সাবালেঙ্কা।
সাবালেঙ্কাকে হারিয়ে ২০১৫ সালে সেরেনা উইলিয়ামসের টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকবার নজির স্পর্শ করেছেন সোয়াইতেক। ইতালিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের অন্য সেমিফাইনালে দারিয়া কাসাতকিনাকে ৬-৪, ১-৬, ৭-৫ হারিয়েছেন ওনস জাবেউর। সদ্য, মাদ্রিদে আরব দুনিয়ার প্রথম খেলোয়াড় হিসাবে ডব্লুটিএ ১০০০ পর্যায়ের শিরোপা জয়ের নজির গড়া তিউনিশীয় তারকা আজকের ফাইনালে সোয়াইতেকের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছোঁড়বার জন্যে মরিয়া থাকবেন।