কেরিয়ারের ১০০০তম জয় ছিনিয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালে জকোভিচ

।। প্রথম কলকাতা ।।
শনিবার ইতালিয়ান ওপেন পুরুষ সিঙ্গলস শেষ চারের ম্যাচে ক্যাস্পার রুডকে ৬-৪, ৬-৩ হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করেছেন নোভাক জকোভিচ। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা জকোভিচের কেরিয়ারে এটি তাঁর ১০০০তম জয়। জিমি কনর্স, রজার ফেডেরার, ইভান লেন্ডল ও রাফায়েল নাদালের পর ওপেন এরা’তে পঞ্চম খেলোয়াড় হিসাবে এই বিরল মাইলস্টোন স্পর্শ করলেন সার্ব তারকা।
ইতালিয়ান ওপেনের ফাইনালে স্তেফানোস সিতসিপাসের মুখোমুখি হবেন জকোভিচ। রোমে আয়োজিত এই প্রতিযোগিতার শেষ চারটি সংস্করণেই সার্ব তারকা ফাইনালে উঠেছেন। ক্যাস্পার রুডকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায়ের পর জকোভিচ বলেন – ” বিশ্বের অন্যতম বড় একটি টুর্নামেন্টের ফাইনালে আবারও স্তেফানোস সিতসিপাসের মুখোমুখি। ও দুর্দান্ত ফর্মে রয়েছে। আমি আশা করছি কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। তবে আমি তৈরি। “
ওপেন এরা’র পঞ্চম খেলোয়াড় হিসাবে ১০০০তম জয়ের মাইলস্টোন স্পর্শ করবার প্রসঙ্গে জকোভিচ বলেন – ” শেষ কয়েক বছরে আমি রাফায়েল নাদাল, রজার ফেডেরারকে এই মাইলস্টোনে পৌঁছানোর উদযাপনে মাততে দেখেছি। নিজেও কেরিয়ারের ১০০০ জয়ের মাইলস্টোনে পৌঁছানোর জন্যে মরিয়া ছিলাম। “
ইতালিয়ান ওপেন পুরুষ সিঙ্গলসের অন্য সেমিফাইনালটিতে ২০২০ টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন আলেক্সান্দার জাভেরেভকে ৪-৬, ৬-৩, ৬-৩ হারিয়েছেন সিতসিপাস।