আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেতে চলেছেন বিরাট – রোহিত, অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে হার্দিক

।। প্রথম কলকাতা ।।
আগামী জুন মাসে দেশের মাটিতে আয়োজিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। আসন্ন সেই সিরিজ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। বিশ্রাম পেতে পারেন পেসার জসপ্রীত বুমরাহ ও উইকেটরক্ষক ঋষভ পন্থও।
আগামী ৯ই জুন দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাকি চারটি ম্যাচের ভেন্যু হিসাবে নির্বাচিত হয়েছে কটক, বিশাখাপত্তনাম, রাজকোট, বেঙ্গালুরু। জুলাই মাসে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের বিষয়টি বিবেচনা করেই ভারতীয় দলের সিনিয়র সদস্যদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছে বিসিসিআই।
২০২২ আইপিএলের লিগ পর্ব শেষ হলেই আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল ঘোষণা করা হবে। রোহিত, বুমরাহ, রাহুলদের অনুপস্থিতিতে অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিখর ধাওয়ান। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে প্রথন মরসুমেই হার্দিকের নেতৃত্ব ক্ষমতা নজর কেড়েছে। অন্যদিকে ব্যাট হাতে ছন্দে রয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। সংশ্লিষ্ট মহলের ধারণা দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে হার্দিক।
আইপিএল সূচনার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা ভারতীয় দলের অধিকাংশ সদস্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাবেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। নতুন মুখ হিসাবে লখনউ সুপার জায়ান্টসের প্রতিশ্রুতিমান পেসার মহসিন খান ও সানরাইজার্স হায়দ্রাবাদের উমরান মালিকের কথাও ভাবছেন নির্বাচকরা।