CSK vs GT: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ধোনি ম্যাজিকের প্রতীক্ষায় সিএসকে অনুরাগীরা

।। প্রথম কলকাতা ।।
আজ, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে পয়েন্ট টেবলের নবম স্থানে থাকা চেন্নাই সুপার কিংস। ২০২২ আইপিএলের প্রথম দল হিসাবে প্লে-অফের যোগ্যতাঅর্জন করা হার্দিকরা তাঁদের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া থাকবেন। অন্যদিকে ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে বিদায় নেওয়া চেন্নাই সুপার কিংসের কাছে ম্যাচটি কার্যত সম্মানরক্ষার।
পিচ সংবাদ: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ষোলোটি ম্যাচের মধ্যে রান তাড়া করা দল নয়বার জয় পেয়েছে। ব্যাটিং সহায়ক পিচ। প্রথম ইনিংসে ১৭০ রান তুলতে পারলে লড়াইয়ের পরিসর থাকবে। সাহায্য পাবেন পেসাররাও।
দলের খবর
গুজরাট টাইটান্স: স্বপ্নের ছন্দে থাকা গুজরাট টাইটান্স পয়েন্ট টেবলের শীর্ষস্থানে নিজেদের জায়গা মজবুত করবার দিকেই নজর দেবে। টপ অর্ডারে দূর্বলতা থাকলেও শুভমান গিলের ছন্দে থাকা আশিস নেহরাদের টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। রয়েছেন মিলার, রাহুল তেওয়াটিয়ারা। বোলিংয়ে রশিদ খান, সাই কিশোরদের বিরুদ্ধে সমস্যায় পড়তে পারে চেন্নাই সুপার কিংস। অভিজ্ঞ মহম্মদ শামিও নজর কাড়তে পারেন।
সম্ভাব্য একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, আলজারি জোশেফ, যশ দয়াল, মহম্মদ শামি
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে – ঋতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং জুটির উপরে সিএসএকে ব্যাটিং লাইন আপ অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। শেষ ম্যাচেও ঋতুরাজরা ব্যর্থ হতেই তাসের দেশের মতো ভেঙে পড়ে চেন্নাই। বল হাতে নজর কাড়লেও মইন আলির ব্যাট থেকে কার্যকরী ইনিংস আসেনি। মুকেশ চৌধুরীর পাশাপাশি বোলিংয়ে রয়েছে মাহিশ থিকসানা।
সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবীন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়াডু, শিবম দুবে, এমএস ধোনি, ডোয়েন ব্রাভো, সিমরজিৎ সিং, মাহিশ থিকসানা, মুকেশ চৌধুরী