Weather: কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

।।প্রথম কলকাতা।।
অশনির হাত ধরেই বাংলায় কালবৈশাখীর প্রবেশ ঘটেছে। সূর্য ডুবলেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিতে নাকাল হচ্ছে দক্ষিণবঙ্গ। যদিও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির ঝাপটায় ভ্যাপসা গরম থেকে রক্ষা। তবে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে।
সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। রাজ্যে সময়ের আগে বর্ষা প্রবেশ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে। এদিকে বৃষ্টিপাতের জেরে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরে বৃষ্টিপাত হয়েছে ২৩.৮ মিলিমিটার।
আজ বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ-পশ্চিম বাতাস শক্তিশালী হওয়ায় উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। দক্ষিণ-পশ্চিম বাতাসের জেরে উত্তাল হবে সমুদ্র এর জন্যই নির্দেশিকা জারি করা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম