“কামড়াকামড়ির জেরেই বিপ্লব দেবের ইস্তফা!” ত্রিপুরার শাসক দলকে খোঁচা কুনাল ঘোষের

।। প্রথম কলকাতা।।
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের এক বছর বাকি থাকতেই সেখানে নাটকীয় ঘটনা । সম্প্রতি পদত্যাগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার তার পদত্যাগকে সামনে নিয়ে এসে বিজেপিকে খোঁচা তৃনমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষের।
জানা যায় , গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবার পরই আজ ইস্তফা দেন তিনি । ইতিমধ্যেই তার এই পদত্যাগ নিয়ে শোরগোল উঠেছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি ইস্তফা দিয়েছেন। তবে নাটকীয় ভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ায় পর তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
এ প্রসঙ্গে রাজ্য সম্পাদক কুণাল ঘোষের রীতিমতো খোঁচা মেরে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘মানুষের কাছে গ্রহণযোগ্যতা ফেরাতে মরিয়া বিজেপি এ ভাবে মুখরক্ষা করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু তাতেও কোনও লাভ হবে না। এটি বিজেপির চূড়ান্ত গোষ্ঠীবাজির পরিণতি। সবই বিজেপির ক্ষমতার দখলের খেলা। ত্রিপুরার মানুষের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। যারা এক জন মুখ্যমন্ত্রীকে একটি পূর্ণ মেয়াদ শেষ করাতে পারে না, তারা কোন মুখে মানুষের কাছে ভোট চাইতে যাবে?নেতারা সব নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত। বিজেপির অন্দরে নেতায় নেতায় দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে, যে তা সামলানোর উপায় খুঁজে পাচ্ছেন না মোদী, শাহ, নড্ডারা।’’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম