Weather: বাংলায় কি আজও বৃষ্টি? আপডেট দিল আবহাওয়া দপ্তর

।।প্রথম কলকাতা।।
সকাল থেকে কলকাতার আকাশের মুখভার। সঙ্গে বইছে দমকা হাওয়া। যার জেরে গরম থেকে অনেকটা স্বস্তি মিলেছে। শুক্রবার রাতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতা ,হাওড়া ,হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ,উত্তর ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ,ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী দু-তিন দক্ষিণবঙ্গের জেলাগুলির বৃষ্টির পরিমাণ কমবে। সপ্তাহের প্রথম দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়বে তারপর থেকে তাপমাত্রা তেমন আর বাড়বে না । উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও পাল্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার হইতে পারে। অন্যদিকে জানা গিয়েছে আন্দামানে নির্ধারিত দিনের ৭ দিন আগে বর্ষার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। কেরলে বর্ষা প্রবেশ করে বাংলায় বর্ষা আসে। এখন দেখার বাংলার বর্ষা কোন দিকে যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম