‘ডি-কোম্পানি’র অবৈধ কার্যকলাপ বন্ধের অভিযান, গ্রেফতার ছোটো শাকিলের দুই সাগরেদ

।।প্রথম কলকাতা।।
‘ডি-কোম্পানি’র অবৈধ কার্যকলাপ বন্ধ করতে চালানো হয় অভিযান। আর সেই অভিযানেই এনআইএ-এ আধিকারিকদের হাতে গ্রেফতার হন ছোটো শাকিলের দুই সাগরেদ। শুক্রবার তাদের বিশেষ আদালতে পেশ করা হবে বলে জানাযায়।
সম্প্রতি, দেশদ্রোহী গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’র অবৈধ কার্যকলাপ বন্ধ করতে বিশেষ অভিযান চালায় এনআইএ। এই অভিযানের জেরে গ্রেফতার করা হয় ছোটো শাকিলের দুই সাগরেদকে। জানা যায়, ধৃত দুই ব্যক্তির নাম আরিফ আবুবকর শেখ এবং সাব্বির আবুবকর শেখ। ইতিমধ্যেই এই অভিযানে মুম্বই কমিশনারেটের ২৪টি এবং মীরা রোড ভাইন্ডার কমিশনারেটের ৫ টি জায়গায় তল্লাশি চালানো হয়।
এ প্রসঙ্গে এনআইএ-র এক আধিকারিক জানান , “ধৃত দুই জনই পশ্চিম মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ডি-কোম্পানির হয়ে বেআইনি এবং জঙ্গিমূলক কার্যকলাপে অর্থ সাহায্য করত। শুক্রবার ধৃতদের এনআইএ-র বিশেষ আদালতে পেশ করা হবে । তদন্তে জানা গিয়েছে, এই পুরো সিন্ডিকেট সীমান্তের ওপার থেকে দাউদ-গ্যাং পরিচালনা করছে। এই বিষয়ে তাদের ভূমিকা জানতে চেয়ে ইতিমধ্যেই ২১ জনকে তলব করেছি।’’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম