শিশির-দিলীপ সাক্ষাৎ, ফের গুঞ্জন শুরু রাজনৈতিক মহলে

।। প্রথম কলকাতা।।
হটাৎই তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বাড়িতে হাজির বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুধুমাত্র হাজিরই নয় সেখানেই মধ্যাহ্ন ভোজ সারেন দিলীপ ঘোষ। কিন্তু কেনো?? সূত্র মারফৎ জানা যায়, শুক্রবার একটি মামলায় কাঁথি আদালতে হাজিরা দিতে আসেন বিজেপি রাজ্য সহ-সভাপতি দিলীপ ঘোষ । এরপরই শুভেন্দু অধিকারীর বাবা তথা শিশির অধিকারীর বাড়িতে উপস্থিত হন দিলীপ ঘোষ এবং সেখানেই মধ্যাহ্ন ভোজ সারেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)।
এই সাক্ষাৎকারে পিছনে কি বিশেষত্ব রয়েছে? তবে কি রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু?কাঁথিতে এই সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন। এদিন সাক্ষাৎকারের শেষে দিলীপ ঘোষ জানান, ‘‘কাঁথিতে এসে শিশিরবাবুর সঙ্গে দেখা না করাটা অন্যায়। সেটা মনে করেই এলাম। ওনার স্ত্রী ও পরিবারের সকলের কুশল জানলাম।” এছাড়াও তিনি আরোও বলেন,”উনি একজন প্রবীণ রাজনীতিক। অনেক দিনের সাংসদ। এটাই শিশিরবাবুর আসল পরিচয়। প্রায় ঘন্টা দেড়েক ছিলাম সেখানে। তবে রাজনীতির কথা ছাড়া আরও অনেক কিছু নিয়ে কথা হয়েছে।’’
অবশ্য এ প্রসঙ্গে কটাক্ষ করে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘‘তৃণমূলের সাংসদ হলেও শিশির অধিকারী যে গেরুয়া শিবিরের অনুগত প্রাণ, তা আবারও প্রমাণ হয়ে গেল। ইতিমধ্যে মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে অধিকারী পরিবার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।’’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম