‘বাংলায় তৃণমূলের বিকল্প বামেরাই’, বালিগঞ্জে সিপিএম দ্বিতীয় স্থানে উঠতেই মন্তব্য সায়রার

।। প্রথম কলকাতা ।।
দুই কেন্দ্রের উপনির্বাচনের কে জয়ী হবে সেই নিয়ে সকাল থেকে টানটান উত্তেজনা চলছে। তবে বেলা বাড়তেই 2 কেন্দ্রে সবুজ ঝড় ওঠে। তৃতীয় স্থানে কে থাকবে সেই নিয়ে চর্চা কম হয়নি। উপনির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে বামেরা। এখনই তা বেশ চর্চার বিষয়।
আবার এইবার বালিগঞ্জে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। দ্বিতীয় স্থান পেয়েছেন সিপিএম প্রার্থীর সায়রা শাহ হালিম। দ্বিতীয় স্থানে উঠে আসায় স্বভাবতই খুশি বাম প্রার্থী সায়রা শাহ আলি। তিনি জানিয়েছেন, আমাদের জনসমর্থন ব্যাপক হারে বেড়েছে তাতে আমি খুশি। বিধানসভা নির্বাচনের পর একটা ঝড় উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিকল্প শুধুমাত্র বিজেপি।
সেটা আরো একবার আমরা ভেঙে দিলাম। তিনি বালিগঞ্জের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেন এই গরমে রমজান মাসে তারা ভোট দিতে বেরিয়েছিলেন তার জন্য ধন্যবাদ। বালিগঞ্জের বামেরা ভালো লড়াই করেছে। বামেরাই যে তৃণমূলের বিকল্প তা বোঝানো সম্ভব হল দাবি জানান সায়রা শাহ হালিম। তবে অনেকেই মনে করছেন এই অবস্থান যদি বামেরা ধরে রাখে তবে শাসকদল তৃণমূলের একটু হলেও চাপ বাড়বে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম