Prothom Kolkata

Popular Bangla News Website

‘দ্য কাশ্মীর ফাইলস’এর পরে ‘দিল্লি ফাইলস’! ফের বিতর্কিত ছবিতে হাত পাকাচ্ছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

1 min read

।।প্রথম কলকাতা।।

গতমাসের ১১ মার্চ বড়পর্দায় মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ‘দ্য কাশ্মীর ফাইলস।’ ছবির মধ্যে দিয়ে উঠে এসেছে ৯০ এর দশকে কাশ্মীরী পন্ডিতদের ওপর চলা অত্যাচারের সত্য ঘটনা। আর সেই ছবিই সারা ফেলেছিলো সমগ্র ভারতে। ছবির প্রশংসায় মেতেছিলেন খোদ প্রধানমন্ত্রী সহ আমজনতা। বলাই বহুল্য প্রথম দিন থেকেই এই ছবি ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। সবমিলিয়ে আয় করেছে ৩০০ কোটির বেশি টাকা। তবে এতসব ভালোর মধ্যেও উঠেছে সমালোচনার ঝড়। অনেকের মতে এটি একটি রাজনৈতিক দলের প্রচারমূলক ছবি।

আসলে এমন বিতর্কিত ছবি নিয়ে কাজ করতে ভালোবাসেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাই তো ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর অসামান্য সাফল্যের পর আবারো বিতর্কিত ছবি নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আসন্ন ছবির নাম ‘দিল্লি ফাইলস’।

শুক্রবার নিজেই ট্যুইটারে নতুন ছবির কাজ শুরু করার কথা জানিয়েছেন পরিচালক। তবে নিজের মুখে জানান নি ছবির বিষয়বস্তু। সূত্র মারফত জানা যায়, বিবেকের নতুন ছবির বিষয়বস্তু হতে চলেছে চুরাশির শিখ দাঙ্গা। আবার কারোর কারোর মতে ২০২০ সালে দিল্লিতে ঘটে যাওয়া হিন্দু-মুসলিম দাঙ্গা নিয়েও সাজানো হতে পারে ছবির গল্প। তবে পরিচালকের ঘনিষ্ট মহলের সূত্র দ্বারা খবর অনুযায়ী চুরাশির শিখ দাঙ্গাই হবে ছবির প্রেক্ষাপট। প্রসঙ্গত ইতিমধ্যে বিবেকের আসন্ন ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পরিচালকের প্রিয় অভিনেতা অনুপম খের।

উল্লেখ্য, ‘দিল্লি ফাইলস’এর সাথেই আসতে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘কাশ্মীর ফাইলস ট্রিলজি।’ আগের মতোই ছবির প্রযোজনার দায়িত্বে থাকবেন অভিষেক আগরওয়াল। গত ১১ এপ্রিল প্রযোজকের জন্মদিনের দিনেই টিম কাশ্মীর ফাইলস ঘোষণা করেছিল তাঁদের আগামী ছবির ‘কাশ্মীর ফাইলস ট্রিলজি’ কথা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories