Weather : গরমের হাত থেকে মিলবে স্বস্তি, বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা

।। প্রথম কলকাতা ।।
রোদের তাপে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। তবে নতুন বছরে স্বস্তির বার্তা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। গরমকে সঙ্গে করেই নতুন বছরে পা দিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও বাতাসে পুরোপুরি অস্বস্তি কাটবে না। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বহাল থাকবে।
আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া , ঝাড়গ্রাম বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম , নদিয়া , মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হলো হতে পারে।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উত্তরে বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।তবে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম