আজ ১৬ এপ্রিল, জেনে নিন পঞ্জিকা মতে এই দিনের শুভ-অশুভ লগ্ন

।।প্রথম কলকাতা।।
জ্যোতিষশাস্ত্র মতে হিন্দু শাস্ত্রের গুরুত্বপূর্ণ বিষয় হল ‘পঞ্চাঙ্গ’। এখন অনেকেরি মনে প্রশ্ন আসবে কি এই ‘পঞ্চাঙ্গ’? আসলে ভারতীয় পঞ্জিকার মোট পাঁচটি অঙ্গ, সেগুলি হল তিথি, বার, নক্ষত্র, যোগ ও করণ।আর এই পাঁচটি অঙ্গের সমাহারকে একত্রে বলা হয় ‘পঞ্চাঙ্গ’। অথবা যাকে আমরা চলতি ভাষায় বলি পঞ্জিকা। পঞ্চাঙ্গ বা পঞ্জিকা অনুসারে শুভ ও অশুভ সময় নির্ধারিত হয়। পঞ্চাঙ্গ-তে বর্ণিত আছে শুভ সময় (Time), শুভ মুহূর্ত ও শুভ দিনের (Day) কথা।
পঞ্জিকা অনুসারে ১৬ এপ্রিলের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। আর এই বিক্রম সম্বত অনুসারে আজ বার হল শনি এবং এই পূর্ণিমা তিথি থাকবে ১৭ এপ্রিল রাত ১২টা ২৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। পঞ্জিকা মতে আজ ১৬ এপ্রিল সূর্যোদয় হবে সকাল ৫টা ১৯ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৩ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৬ এপ্রিল বিকেল ৫টা ৩৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৭ এপ্রিল ভোর ৫টা ৩৩ মিনিটে।
শুভ মুহূর্ত- বৈদিক জ্যোতিষশাস্ত্রের ২৮তম নক্ষত্র অনুসারে ১৬ এপ্রিল অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ১১ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ০১ মিনিটে। অমৃতযোগ ১৬ এপ্রিল শুরু হচ্ছে রাত ১টা ১৫ মিনিটে, শেষ হচ্ছে রাত ২টো ৪৫ মিনিটে। এই শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। বলা হিয়ে এই সময়ে যে কোন শুভ কাজ করা হয়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১৬ এপ্রিল রাহুকাল শুরু হচ্ছে সকাল ৮টা ২৮ মিনিট থেকে, শেষ হচ্ছে সকাল ১০টা ০২ মিনিটে। মনে রাখবেন আজ এই সময়ে কোনও প্রকার শুভ কাজ করা একদম ঠিক হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম