প্রয়াত কৃত্রিম উপায়ে প্রজননের ধন্বন্তরি বৈদ্যনাথ চক্রবর্তী, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।
বছরের প্রথম দিন চিকিৎসা জগতে নক্ষত্র পতন। চলে গেলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং টেস্ট টিউব শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। বিশাল একটা জায়গা শূন্য হয়ে গেল। মৃত্যু কালে তার বয়স হয়েছিল 94 বছর। জানা গেছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন ডাক্তার বৈদ্যনাথ চক্রবর্তী।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বৈদ্যনাথ চক্রবর্তী ।এছাড়াও ২১ সালে তিনি করণা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব রিপ্রোডাক্টিভ মেডিসিনের সুলভে আইভিএফ পদ্ধতিতে লক্ষ্য মহিলা সফলতার সাথে সন্তানের জন্ম দিয়েছেন। বাঙালি বৈদ্যনাথ চক্রবর্তী আজ আর নেই আমাদের মাঝে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন প্রয়াত ও চিকিৎসকের আত্মীয়-পরিজন অনুরাগী অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ সালে বিশিষ্ট চিকিৎসক সম্মান প্রদান করেছিল। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বৈদ্যনাথ চক্রবর্তী মৃত্যুতে চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণা জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম