দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি প্রাক্তন বাম বিধায়কের বাড়িতে, লুঠপাট বিপুল অর্থ, গহনা

।। প্রথম কলকাতা ।।
মহিষাদলের প্রাক্তন বাম বিধায়কের বাড়িতে দিনে-দুপুরে চললো দুঃসাহসিক ডাকাতি। বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে হানা দিল দুষ্কৃতীরা। আলমারি ভেঙ্গে লুঠ করা হলো কয়েক লক্ষ টাকার গহনা ও নগদ টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকাজুড়ে। আজ মহিষাদলের গোপালপুরে প্রয়াত ও প্রাক্তন বাম বিধায়ক তথা স্বাধীনতা সংগ্রামী বঙ্কিম বিহারি মাইতির বাড়িতে চললো দুঃসাহসিক ডাকাতি।
তিন বারের বিধায়ক ছিলেন তিনি। তাঁর বাড়ির সদস্যরা গাজনের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বাড়ি তালা বন্ধ করে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দিনে দুপুরে চললো ডাকাতি। জানা যাচ্ছে, বাড়ির কলাপসিবল গেট, দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা।
এরপর বাড়ির আলমারি ভেঙ্গে নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গহনা লুঠ করা হয়। প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়েই এই ডাকাতি চলেছে। কেউ বা কারা ইচ্ছে করেই এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পর পুলিশের কাছে তাঁরা অভিযোগ দায়ের করেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম