Prothom Kolkata

Popular Bangla News Website

বিয়ের পর জমজমাট রণবীর-আলিয়া! কোমর দোলালেন শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’ গানের তালে

1 min read

।।প্রথম কলকাতা।।

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জনসমক্ষ্যে এসেছে রণবীর আলিয়ার বিয়ে। কাল বৃহস্পতিবার চৈত্রের শেষ বেলায় বাস্তু আবাসনে অগ্নিসাক্ষী রেখে বিয়ে সেরেছেন এই দম্পতি। বিয়ের পর জনসমক্ষ্যে এসেই আলিয়াকে কোলে তুলে নিতে দেখা যায় রণবীর কাপুরকে। বিয়ের দিন রণবীরের এই কীর্তিই ধরা দিয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে হয় ভাইরাল।

এবার একই ভাবে ভাইরাল হল রণবীর-আলিয়ার নাচের ভিডিও। যা দেখে আপ্লুত নেটবাসিরা। বৃহস্পতিবার বিয়ে মিটিয়ে পরিবারের লোক জনের সাথেই শারুখ অভিনীত ছাইয়া ছাইয়া গানে কোমর দোলাতে দেখা গেলো নব-দম্পতিকে।

বিয়ের পোশাক ছেড়ে পরণে লাল সালোয়ার, অন্যদিকে রণবীরের পরণে লাল, সাদা পাঞ্জাবী। নাচ, গান, ফূর্তি যে রাতভর চলবে, তা বলার অপেক্ষা রাখে না। পাঞ্জাবী পরিবার বলে কথা। নাচ গান তো থাকবেই। যদিও শুধু নাচ নয়। বিয়ের পর একসাথে কেক কাটা, ওয়াইনের গ্লাসে চুমুক দেওয়া সবটাই হয়েছিল একাধারে।

উল্লেখ্য এদিন রালিয়ার বিয়েতে অতিথিদের উপস্থিতি ছিল নজরকাড়া। বৃহস্পতিবার ‘বাস্তু’র বিয়ের আসরে উপস্থিত ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয় সহ ঘনিষ্ট বন্ধু-বান্ধবরা। একে একে এসেছিলেন, নীতু, ঋদ্ধিমা, কারিনা, করিশ্মা, রানধীর, ববিতা কাপুর। মহেশ ভাট, শাহিন ভাট, সোনি রাজদান, করণ জোহার, আনিস জৈন, আরমান জৈন। রণবীরের প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায়। একই সাথে উপস্থিত ছিলেন আম্বানি পরিবারের আকাশ আম্বানি, শ্লোকা আম্বানি। এছাড়াও উপস্থিত থাকতে দেখা যায় বচ্চন পরিবারকেও। এদিন সকলের উজ্জ্বল উপস্থিতিতেই বিয়ে সেরেছেন রালিয়া।

প্রসঙ্গত রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখার জন্য সকাল থেকেই মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। প্রথমে ইনস্টাগ্রামে আলিয়া বিয়ের ছবি শেয়ার করে নিজেদের স্বপ্নের কথা জানান। তারপর কথা মতো সন্ধে সাড়ে ৭ টা কি ৮ টা নাগাদ এলেন সাংবাদিকদের সামনে। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন রণবীর ও আলিয়া। বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এই উপহার। এছাড়াও ১৩ তারিখ মেহেন্দি অনুষ্ঠানে আলিয়া নিজের হাতে মেহেন্দির নকশায় রণবীরের নামের জায়গায় লাকি সংখ্যা ৮ লিখেছিলেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories