‘অধিনায়ক হিসাবে সাহসী সিদ্ধান্ত নিচ্ছে’, সতীর্থ রশিদের মুখে ‘হার্দিক’ প্রশস্তি

।। প্রথম কলকাতা ।।
২০২২ আইপিএল মহানিলামের আগেই অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছিল নবাগত ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স। আইপিএলের সর্বকালের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও হার্দিকের নেতৃত্ব ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমালোচকরা। ২০২২ সংস্করণের প্রথম পাঁচটি ম্যাচের চারটিতে জয় ছিনিয়ে জবাব দিয়েছেন হার্দিক।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হার্দিক। পিঠের চোটের কারণে ভারতীয় তারকা নিজের স্বাভাবিক ছন্দে বোলিংও করতে পারছিলেন না। এমন অবস্থায় হার্দিক আইপিএল অধিনায়কের পদ কীভাবে সামলান তা দেখার জন্যে মুখিয়ে ছিলেন ক্রিকেট অনুরাগীরা। চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তারকা অলরাউন্ডার। বল হাতেও হার্দিককে স্বাভাবিক ছন্দে ফিরতে দেখা গিয়েছে।
অলরাউন্ড পারফর্মেন্সের পাশাপাশি সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। সাহসী সিদ্ধান্তের জন্যে আদায় করে নিয়েছেন সতীর্থ রশিদ খানের প্রশংসাও। অধিনায়ক হার্দিকের উচ্ছ্বসিত প্রশংসা করে আফগান তারকা বলেন – ” হার্দিক যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, যেভাবে মাঠ ও মাঠের বাইরে দলের পরিবেশ তৈরি করেছে তা এক কথায় অসাধারণ। হার্দিক এমন একজন অধিনায়ক যে সবসময় সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। সেই সাহসী সিদ্ধান্তগুলি নিয়ে আত্মবিশ্বাসী থাকে। এবং নিজে কী চায় সে বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। “
হার্দিকের অ্যাপ্রোচ ব্যাখ্যা করে রশিদ জানান – ” অধিনায়ক হিসাবে কী চাইছেন সে বিষয়ে স্পষ্ট ধারাণা থাকাটা গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ফলাফল নিয়ে চিন্তা করাটা পরের বিষয়। প্রাথমিক বিষয়গুলি ঠিকঠাক থাকলে ফলাফল নিয়ে আলাদা করে ভাবনাচিন্তা করবার প্রয়োজন নেই। আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হার্দিককে স্বতন্ত্র করে তুলছে। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং – হার্দিক দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। “