Prothom Kolkata

Popular Bangla News Website

কমনওয়েলথ, এশিয়াড গেমসের সিলেকশান ট্রায়ালের সূচি নিয়ে ব্যাডমিন্টন সংস্থাকে তোপ সাইনার

।। প্রথম কলকাতা ।।

আজ থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে আসন্ন কমনওয়েলথ গেমস, এশিয়াড গেমসের ভারতীয় দল বাছাইয়ের ট্রায়াল। ট্রায়ালের সূচি নিয়ে অসন্তুষ্ট সাইনা নেহওয়াল। ২০১২ লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী শাটলার সিলেকশান ট্রায়ালের সূচি নিয়ে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার তীব্র সমালোচনা করেছেন।

সামাজিক মাধ্যম ট্যুইটারে সাইনা নেহওয়াল লেখেন – ” একাধিক প্রতিবেদনে লেখা হয়েছে আমি কমনওয়েলথ গেমস, এশিয়াড গেমসের শিরোপা রক্ষা করতে আগ্রহী নই। যা দেখে আমি অবাক। টানা তিন সপ্তাহ ইউরোপে আয়োজিত ইভেন্টে অংশগ্রহণ করার পর দেশে ফিরেছি। সেই কারণেই সিলেকশান ট্রায়ালে অংশগ্রহণ করতে পারছি না। কয়েকদিন পর এশিয়ান চ্যাম্পিয়নশিপও রয়েছে। “

ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার তরফ থেকে ১৫ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস সিলেকশান ট্রায়াল আয়োজনের কথা ঘোষণা করা হয়েছিল। বিশ্বর‍্যাঙ্কিংয়ের প্রথম ১৫তে থাকার সুবাদে সরাসরি ভারতীয় দলের জায়গা নিশ্চিত করেছেন লক্ষ্য সেন, কিদাম্বী শ্রীকান্ত, পিভি সিন্ধু। বিশ্বের প্রাক্তন এক নম্বর সাইনা নেহওয়াল ভারতীয় ব্যাডমিন্টন সংস্থাকে জানান ঠাসা সূচির কারণে তিনি এই সিলেকশান ট্রায়ালে অংশ নিতে পারবেন না।

সাইনা নেহওয়াল তার ট্যুইটে লেখেন – ” একজন সিনিয়র খেলোয়াড়ের পক্ষে একের পর এক ইভেন্টে অংশগ্রহণ করা সম্ভব না, তাও দুই সপ্তাহের মধ্যে। তাতে চোটের সম্ভাবনাও বাড়ে। আমার এই মতের কথা ভারতীয় ব্যাডমিন্টন সংস্থাকে জানিয়েছিলাম। তাদের তরফ থেকে কোনও উত্তর মেলেনি। আমার মনে হয় তারা আমাকে এশিয়াড ও কমনওয়েলথ গেমসের ভারতীয় দল থেকে বাদ দিতে পেরেই খুশি। “

আরও একটি ট্যুইটে ২০১২ লন্ডন অলিম্পিকের পদকজয়ী তারকা লেখেন – ” কীভাবে সূচি তৈরি করতে হয় সে বিষয়ে আমাদের বোঝাপড়া থাকলে বোধহয় ভালো হ’তো বলে আমার ধারণা। সেক্ষেত্রে ১০ দিনের মধ্যে একটা ইভেন্টের ঘোষণা করা হ’তো না। আমি এখন বিশ্বর‍্যাঙ্কিংয়ের ২৩তম স্থানে রয়েছি। কয়েকদিন আগে অল ইংল্যান্ড ওপেনে বিশ্বের একনম্বর আকানে ইয়ামাগুচিকে প্রায় হারিয়েই দিয়েছিলাম। ইন্ডিয়া ওপেনে একটা হারের পর থেকেই ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা আমাকে নীচে নামাতে চাইছে। চমকে দেওয়ার মতোই বিষয়। “

কমনওয়েলথ গেমসে সাইনা নেহওয়াল তিনটি স্বর্ণপদক জিতেছেন। যার মধ্যে একটি এসেছে ২০১০ সালে ও অন্যদুটি ২০১৮ সালে। ৩২ বছর বয়সী সাইনার ঝুলিতে রয়েছে দুটি এশিয়ান গেমস ব্রোঞ্জ পদক।

Categories