Prothom Kolkata

Popular Bangla News Website

‘দুঃস্বপ্নের রাত্রি অবসান হবে’, পয়লা বৈশাখে কবিতা পোস্ট দিলীপের

।। প্রথম কলকাতা ।।

১৪২৮কে বিদায় জানিয়ে পথ চলা শুরু ১৪২৯ষ এর। আজ পয়েলা বৈশাখ। উৎসবমুখর বাংলা। করোনা মহামারীর জেরে গত দু বছর বাংলা নতুন বছরের প্রথম দিনটি সাড়ম্বরে পালন করা যায়নি। তবে এই বছর করোনার আধার থেকে মুক্তির পথে দেশ। এই আবহে পেরোলো আরো একটা বাংলা বছর।

বছরের প্রথম দিনে দিলীপ ঘোষ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন। দিলীপ ঘোষ লিখেছেন,
দুঃস্বপ্নের রাত্রি অবসান
দুঃস্বপ্নের রাত্রি অবসান
জেগে ওঠো শৃঙ্খলিত বীর
হাসিতেছে প্রসন্ন প্রভাত
বহিতেছে সুমন্দ সমীর
বন্ধনের কাল হল শেষ
নব বীর্যে জাগিয়াছে দেশ
এল সবে ভগ্ন করা দ্বারে
মালা লয়ে দীপ্ত জয়শ্রীর।
তোমার সবে করে আহ্বান
কন্ঠ ভরি গৌরব গান
লয়ে যেতে যেথায় বিরাজে
পুজাবেদী বিশ্ব জননীর
জননীর শুভাশিসে আজ
ঘুচে গেল সব দুঃখ লাজ
গাও সবে মাতৃ জয়গান
দৃপ্ত সুরে উচ্চে তুলি শির।

দিলীপ ঘোষের এই পোস্টটিতে অনেকেই তাকে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়েছেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories