গুজরাত টাইটান্সের কাছে হারের পর প্রতিপক্ষ অধিনায়ক হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জু

।। প্রথম কলকাতা ।।
বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের কাছে ৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক হার্দিকের ৫২ বলে খেলা ৮৭ রানের ইনিংসের দৌলতেই ১৯২ রানের বড় স্কোর খাড়া করে গুজরাত টাইটান্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট খুইয়ে ১৫৫ রানেই পৌঁছাতে সমর্থ হয় রাজস্থান রয়্যালস। ব্যাট হাতে ধ্বংসলীলা চালানোর পর বল হাতেও জিমি নিশামের মূল্যবান উইকেট তুলে নিয়েছেন হার্দিক। ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে প্রতিপক্ষ অধিনায়ক হার্দিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সঞ্জু স্যামসন।
শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে অপ্রত্যাশিত হারের পর গতকাল শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে গুজরাত টাইটান্স। ব্যাটে, বলে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া। আদায় করে নিয়েছেন প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসাও। ম্যাচে শেষে দেওয়া সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন – ” আপনারা বলতেই পারেন গুজরাত টাইটান্স অতিরিক্ত ১০-১৫ রান করতে পেরেছে। তবে আমি ওদের ব্যাটারদের কৃতিত্ব দিতে চাইব। হার্দিক দুর্দান্ত খেলেছে। ওদের ব্যাটাররাও অবদান রেখেছে বলেই ওই স্কোরে পৌঁছাতে পেরেছে। আমাদের হাতে উইকেট থাকলে হয়তো এই রান তাড়া করতে পারতাম। জরুরী রান রেটের সঙ্গে তাল মিলিয়েই আমাদের ইনিংস এগোচ্ছিল। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেটের পতন ঘটায় আমরা ম্যাচ থেকে হারিয়ে যাই। বোল্টের অভাব অনুভূত হয়েছে। “
প্রতিপক্ষ অধিনায়ক হার্দিকের প্রশংসা করে স্যামসন বলেন – ” আজকের দিনটা হার্দিকের জন্যে দুর্দান্ত ছিল। ব্যাট, বল, ফিল্ডিং সব কিছুর দিক থেকেই ম্যাচে প্রভাব ফেলেছে। আমরা দ্রুত প্রত্যাবর্তন ঘটানোর চেষ্টা করব। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শিক্ষা নিয়ে দ্রুত প্রত্যাবর্তন ঘটাতে হবে। আমার নিজের ব্যাটিং অর্ডার নিয়ে নমনীয়তা আনতে চেয়েছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করতে চাই। “