ভিডিও : অনূর্ধ্ব ১২ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেই বাবার সেলিব্রেশন অনুকরণ রোনাল্ডো জুনিয়রের

।। প্রথম কলকাতা ।।
সম্প্রতি স্পেনে আয়োজিত একটি যুব ফুটবল প্রতিযোগিতায় জিরোনেসের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব ১২ দল। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নেমে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। আর গোলের পরই বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিখ্যাত উদযাপনের অনুকরণ করেছেন রোনাল্ডো জুনিয়র। সেই উদযাপনের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
স্পেনে আয়োজিত ইএফ জিরোনেস সাবাতের বিরুদ্ধে ম্যাচে অনূর্ধ্ব ১২ ম্যাঞ্চেস্টার ইউনাউটেড দলের সূচনাকারী একাদশে জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নেমেই ম্যাচের ৬৮ মিনিটে নীচু ক্রস পেয়ে দারুণ গোল করেন রোনাল্ডো পুত্র। তারপরেই দেখা যায় বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিখ্যাত ‘সিউউ’ উদযাপন অনুকরণ করছেন রোলাল্ডো জুনিয়র। প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই রোনাল্ডো জুনিয়র অনূর্ধ্ব ১২ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে নিজের প্রথম গোল করেছিলেন। সেই গোল এসেছিল ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের বিরুদ্ধে।
গত গ্রীষ্মকালীন দলবদলের সময়ে নিজের পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রিমিয়ার লিগের নামজাদা ক্লাবটি থেকেই পর্তুগিজ মহাতারকা ২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ড চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগার শিরোপা জিতেছিলেন রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটানোর আগে সিরি আ ক্লাব জুভেন্তাসের হয়ে তিনটি মরসুম খেলেছেন। চলতি মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ১৮টি গোল করেছেন রোনাল্ডো।