ইন্দোনেশিয়াকে হারিয়ে বিলি জিন কিং কাপে প্রথম জয় ভারতের

।। প্রথম কলকাতা ।।
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত বিলি জিন কিং কাপে ইন্দোনেশিয়াকে ২-১ হারিয়ে প্রথম জয় পেলেন অঙ্কিতা রায়নারা। প্রসঙ্গত চলতি প্রতিযোগিতায় প্রথম টাইয়ে জাপানের বিরুদ্ধে ০-৩ ও দ্বিতীয় টাইয়ে চীনের কাছে ০-৩ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ভারতীয় দল। টানা দুই হারের পর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে অঙ্কিতাদের জয় ভারতীয় টেনিস প্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে।
চলতি বিলি জিন কিং কাপের প্রথম দুই টাই অর্থাৎ জাপান ও চীনের বিরুদ্ধে খেলা ছয়টি ম্যাচে একটিও সেট জিততে পারেননি ভারতীয় খেলোয়াড়রা। টানা দুই হারের পর প্রত্যাবর্তন ঘটানোর জন্যে অঙ্কিতা, ঋতুজারা বেছেছিলেন ইন্দোনেশিয়া টাইকেই।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বিয়েত্রিস গুমুলিয়াকে ৬-৪, ৬-১ হারিয়ে ভারতকে ১-০ এগিয়ে দিয়েছিলেন ডব্লুটিএ র্যাঙ্কিংয়ের ৪৭৭তম স্থানে থাকা ঋতুজা ভোসলে। চলতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে র্যাঙ্কিংয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে অঙ্কিতা রায়না। ডব্লুটিএ র্যাঙ্কিংয়ের ৩১৯তম স্থানে থাকা অঙ্কিতা মাত্র ৫২ মিনিটের মধ্যেই ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদিকে ৬-১, ৬-২ উড়িয়ে ভারতের প্রথম জয় নিশ্চিত করেন।
অঙ্কিতা,ঋতুজা ইন্দোনেশিয়া টাইয়ের সিঙ্গলস ম্যাচ দুটি জিতে ভারতের জয় নিশ্চিত করলেও ডাবলসে জেসসি রম্পিয়েস – আদিলা সুতজিয়াদির বিরুদ্ধে ৪-৬, ৭-৬(৯-৭), ৬-২ হারের মুখ দেখেন সৌজন্যা বাভিশেট্টী- রিয়া ভাটিয়া জুটি।