রাজস্থানকে ৩৭ রানে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল হার্দিকের গুজরাট

।। প্রথম কলকাতা ।।
গত ম্যাচে হারের ধাক্কা ভুলে ফের জয়ে ফিরল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে ব্যাটিং, বোলিং সবেতেই টেক্কা দিল গুজরাট। রাজস্থানকে ৩৭ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল হার্দিকের দল। দলের প্রয়োজনে নিজেকে নিংড়ে দিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক বিধ্বংসী ব্যাটিং ও বোলিংয়ে তুলে নিলেন একটি উইকেট। শুধু তাই নয় রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ফেরালেন রান আউট করে। তাঁর অনবদ্য পারফরম্যান্সেই জয়ে ফিরল গুজরাট।
এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাটিং করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গুজরাট টাইটান্স। দ্বিতীয় ওভারে ম্যাথু ওয়েড, তৃতীয় ওভারে বিজয় শংকর এর কিছুক্ষণ পরেই শুভমান গিল। পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট শিবির। এরপরই ইনিংসের হাল ধরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁকে যোগ্য সঙ্গ দেন অভিনব মনোহর। মনোহর ফিরে যাওয়ার পর মিলার (৩১)ও হার্দিকের (৮৭) ঝোড়ো ব্যাটিংয়ে রাজস্থানকে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট।
বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট নেমেই মুখ থুবড়ে পড়ে রাজস্থানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। একদিকে ফর্মে জস বাটলার ঝড়ের গতিতে ব্যাট চালাতে থাকলেও অপরদিকে একের পর এক উইকেট হারাতে থাকে গোলাপি জার্সিধারীরা। ৫২ রান করে বাটলার ফেরার পর যেন আরও ভেঙে পড়ে রাজস্থান। সিমরান হেটমায়ার (২৯), রিয়ান পরাগ (১৮) ও জিমি নিশাম (১৭) ছাড়া। সেইভাবে গুজরাটের বোলিংয়ের সামনে কেউ দাঁড়াতেই পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানেই শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। জস দয়াল ও লুকি ফার্গুসন ৩টি করে উইকেট দখল করেন।