নববর্ষে জ্বলছে বাজার, পাত পেড়ে খাওয়াটাই দায় ! এক ঝলকে দেখুন সবজির দরদাম

।। প্রথম কলকাতা ।।
একদিকে জ্বালানির দাম, অপরদিকে রান্নার গ্যাসের দাম, যেন একসাথে বাজারে প্রতিযোগিতায় নেমেছে। এই প্রতিযোগিতার দৌড়ে হাঁপিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মাথায় হাত। তরতরিয়ে বাড়ছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বাঙালির কাছে নববর্ষ এক আবেগ, আর সেই আনন্দে জমিয়ে পাত পেড়ে খাওয়া হবে না এমনটা হতে পারে না। কিন্তু বাজারে খাসির মাংস কিংবা পোস্ত কিনতে গেলে বুকে ব্যাথা শুরু হয়ে যাবে অনেকেরই।
বাজারে এখন সবজির দাম কিছু হাফ সেঞ্চুরি আর কিছু কিছু একটু কমই রয়েছে। তবে পয়লা বৈশাখ বা নববর্ষের বাজারে যদি একটু ভাল মন্দ খেতে চান এবং সেই তালিকায় মিষ্টি কিংবা দই রাখেন তাহলে অবশ্যই দেড় থেকে দুই হাজার টাকা বাজারে নিয়ে যেতে হবে। কারণ মাছ-মাংসের দামেই বেরিয়ে যাবে অর্ধেক টাকা। তাই নববর্ষের বাজার করার জন্য আগে থাকতেই হিসাব কষে রাখুন, জেনে নিন সবজির দর দাম।
কুমড়ো – ২৫ থেকে ৩o টাকা
কাঁচা লঙ্কা – ৭০ থেকে ৯০ টাকা
বাঁধাকপি- ১০ থেকে ১৫ টাকা পিস
শশা – ৫০ থেকে ৬৫ টাকা
গাজর- ৩৫ থেকে ৪৫ টাকা
বিন কড়াই- ৩৫ থেকে ৪৫ টাকা
বরবটি – ৪৫ থেকে ৫৫ টাকা
টমেটো- ১৫ থেকে ৩০ টাকা কেজি
ধনেপাতা – বান্ডিল ৩ থেকে ৫ টাকা
করোলা – ৩৫ থেকে ৫৫ টাকা
মিষ্টি আলু – ২৫ থেকে ৩৫ টাকা
বেগুন- ৪৫ থেকে ৬০ টাকা
চিচিঙ্গে – ৩৫ থেকে ৪৫ টাকা
ফুলকপি – ১০ থেকে ২০ টাকা পিস
পুরনো আলু- ১৭ থেকে ২০ টাকা
চন্দ্রমুখি আলু – ২০ থেকে ২৫ টাকা
ঝিঙে – ৪৫ থেকে ৫৫ টাকা
পিঁয়াজ – ২৩ থেকে ৩৩ টাকা
আদা- ৬৫ থেকে ৭৫ টাকা
রসুন – ৭৫ থেকে ৯০ টাকা
ক্যাপসিকাম – ৭০ থেকে ৮০ টাকা
ইঁচড় – ৪০ থেকে ৫০ টাকা
সজনে ডাটা – ৬০ থেকে ৭৫ টাকা
পটল – ৫৫ থেকে ৬৫ টাকা
কাঁচা আম – ৬৫ থেকে ৭৫ টাকা
( দাম প্রতি কেজি অনুসারে)
** অঞ্চল ভেদে দামের পার্থক্য রয়েছে
দাম বাড়ছে সবজির, মুনাফা লুটছে পাইকাররা। সবজির দাম বাড়লে নাভিশ্বাস উঠে সাধারণ মানুষের। পাশাপশি ক্ষতির বোঝা দিনের পর দিন বাড়তে থাকে কৃষকদের ঘাড়ে। কারণ তারা কষ্টের ফসলের দাম যথাযথ ভাবে পান না। সে ক্ষেত্রে বেশিরভাগ লাভের টাকা পকেটে যায় পাইকারদের। সবজির বাজার দর আগের থেকে তুলনামূলকভাবে অনেকাংশে বেড়েছে। ১০০ টাকার মধ্যেই বেশ ভালোরকম বাজার হয়ে যেতে পারে , এই ধারণা এখন স্বপ্নের মত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম