‘লালু জমানার কালো দিন বঙ্গে’, এই রাজ্যেও বিচার হবে দাবি অগ্নিমিত্রার

।। প্রথম কলকাতা ।।
বাংলায় গত ১৮দিনে পাঁচটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই পুলিশ এবং বিচার বিভাগের সঙ্গে যুক্ত অনেকের মতে এই ঘটনা নজিরবিহীন । অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গ ক্রমশ বছর ২৫ আগে লালু প্রসাদ যাদবের শাসনাধীন বিহার হয়ে ওঠার দিকে এগোচ্ছে। এই বিষয়ে অগ্নিমিত্রা পল একটি বিস্ফোরক পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘লালু জামানার কালোদিন বঙ্গে। আজকে পশ্চিমবঙ্গের মতো সেদিনের বিহারেও পাটনা হাই কোর্টে সাধারণ মানুষ বিরোধী রাজনৈতিক দলের ভিড় লেগে থাকত। বিচার চেয়ে মানুষ থানা পুলিশ করার আগে সরাসরি আদালতের দ্বারস্থ হত। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে গুচ্ছ গুচ্ছ আবেদন জমা করতে পাটনা হাইকোর্টে। বিগত কয়েক বছর কলকাতা হাইকোর্টে সেই দৃশ্য দেখা গিয়েছে।
গত কয়েক দিনে তা কার্যত তিন দশক আগেরকার পাটনা হাই কোর্ট হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পশুখাদ্য কেলেঙ্কারি জন্য জেল খাটছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।এই রাজ্যেও বিচার হবে।’ আনেকে কমেন্ট করেছেন তার এই পোস্টটিতে। একজন লিখেছেন বাংলার মানুষের জন্য খুবই দুর্ভাগ্যজনক। একজন লিখেছেন মাননীয়া পরিস্থিতি খুব শীঘ্রই লালু প্রসাদ যাদব এর মত হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম