বগতুই কাণ্ডে CBI-এর জালে আরও ১, আজই তোলা হবে আদালতে

।। প্রথম কলকাতা ।।
কলকাতা হাইকোর্টের রায়ের পর থেকেই রামপুরহাট – বগতুই হত্যাকাণ্ড নিয়ে দ্রুততার সঙ্গে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সূত্রের খবর মোতাবেক ধৃতের নাম লিটন শেখ।
আগে যারা CBI এর জালে এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করেই লিটন এর সূত্র পাওয়া গিয়েছে বলে খবর। বেশ কিছুদিন আগেই মুম্বাই থেকে লালন শেখ এর সঙ্গী চার জনকে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের খবর তাদের জেরা করেই লিটন এর হদিস পেয়েছেন তদন্তকারীরা।
আজই তাকে রামপুরহাট আদালতে তোলা হবে। রামপুরহাট গণহত্যার ছবি দেখে গোটা রাজ্য শিউরে উঠছিল। তৃণমূলের উপপ্রধান খুন এবং তারই কয়েক ঘণ্টার মধ্যে তারই গ্রামে পরপর বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরেই পুড়ে মারা যান অনেকেই। কেউ কেউ প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে হাসপাতালে।
রাজ্যের বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী সকলেই গিয়েছেন ঘটনাস্থলে। বগতুই গিয়েই দলের নেতাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ঘটনার তদন্তের জন্য রাজ্যের তরফে সিট গঠিত হলেও পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় CBI এর হাতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম