সুরাত থেকে এল আকাশ ছোঁয়া দামের গোলাপ! রালিয়াকে কে দিলো এত দামী উপহার? ভিডিও ভাইরাল

।।প্রথম কলকাতা।।
বি-টাউনে এখন বিয়ের গুঞ্জন। বলিউডের বহুল চর্চিত বিয়ে আজই পড়বে শীলমহর। পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বান্দ্রার পালি হিলের অভিজাত আবাসন ‘বাস্তু’তে বসছে আলিয়ার বিয়ের আসর। ইতিমধ্যে শুরু হয়েছে রণবীর কাপুরের বিয়ের আনুষ্ঠানিকতা। সকাল থেকেই আসছেন একের পর পর অতিথি। সোশ্যাল মিডিয়ায় জুড়ে ছড়াচ্ছে অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তা।
এত সবের মধ্যে আজ সুদূর সুরাত থেকে এক স্বর্ণব্যবসায়ী পাঠালেন রালিয়ার জন্য এল বিশেষ উপহার। এদিন সেই তথ্যই ফাঁস হল রণবীর কাপুরের একটি ফ্যানক্লাবের করা টুইটার পোস্টের মাধ্যমে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি (সম্ভবত সুরাতের কুশল জুয়েলারস-এর মালিক) রালিয়ার জন্য পাঠিয়েছেন সোনার জল করা একটি ফুলের তোড়া। ওই ব্যক্তির নিজের হাতে বানানো এই ফুলের তোরার দাম প্রায় আকাশ ছোঁয়া। আজ পাঁপরাজিৎদের তোলা সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সূত্রের জানা খবরের দরুন ইতিমধ্যে শুরু হয়েছে রালিয়ার বিয়ে। বান্দ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অতিথিরা। প্রকাশ্যে এসেছে রণবীরের মা নীতু কাপুরের ফাইনাল লুক। একই সাথে প্রকাশ্যে এসেছে বোন ঋদ্ধিমা কাপুর সহ কাকাতো বোন কারিনা ও করিশ্মা কাপুরের লুক। আজ বিয়েতে আলিয়া ও রণবীরের সাজে উঠবেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় এবং মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা পরবেন আলিয়া। তবে তার সঙ্গে মণীশ মালহোত্রার ডিজাইন করা ওড়না পরবেন আলিয়া। অন্যদিকে বন্ধু মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পড়বেন রণবীর। তবে রালিয়ার বিয়ের ফাইনাল লুক কেমন হচ্ছে তা দেখার অপেক্ষাতেই এখন প্রহর গুনছে নেটবাসী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম