অধিনায়ক রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন মুম্বাই ইন্ডিয়ান্স কোচ জয়াবর্ধনে

।। প্রথম কলকাতা ।।
চলতি আইপিএলে নিজেদের প্রথম পাঁচটি ম্যাচে পাঁচটিতে হারের মুখ দেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ বারের শিরোপাজয়ী দলের এমন পারফর্মেন্সের পরও অধিনায়ক রোহিত শর্মার অফ ফর্ম নিয়ে চিন্তিত নন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের মতে রোহিতের রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।
চলতি সংস্করণে মুম্বাই ইন্ডিয়ান্সের হতাশাজনক পারফর্মেন্সের পিছনে বড় কারণ রোহিতের অফফর্ম। হিটম্যান বলে পরিচিত এই তারকা ব্যাটার চলতি সংস্করণে ২১.৬০ গড়ে মাত্র ১০৬ রান সংগ্রহ করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ জয়াবর্ধনে বলেন – ” আপনারা ওর ইনিংস সূচনা, ওর খেলা শটগুলি দেখুন, এক কথায় দুর্দান্ত। রোহিত ভালো শুরু করছে, দুর্দান্ত টাইমিং করছে। কিন্তু সেই সূচনাগুলিকে বড় রানের ইনিংসে বদলাতে পারছে না। বিষয়টি নিয়ে ও নিজেও হতাশ। “
রোহিতের প্রসঙ্গে জয়াবর্ধনে আরও জানান – ” আমরা রোহতকে ব্যাটিং করতে দেখেছি। ও ম্যাচ গভীরে নিয়ে যেতে জানে। ১৪-১৫ ওভার ব্যাট করে কীভাবে বড় স্কোর গড়তে হয় রোহিত তা ভালোই জানে। ও দুর্দান্ত ক্রিকেটার। আমার মতে বড় রান পাওয়াটা ওর কাছে স্রেফ সময়ের অপেক্ষা। আমি অন্তত রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নই। “
দলের তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস ও তিলক ভার্মার প্রশংসা করেছেন জয়াবর্ধনে। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ বলেন – ” আমাদের দলে পোলার্ড, সূর্যকুমার যাদবের মতো অভিজ্ঞরা রয়েছে। এদের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের খেলাটা দেখানোর সুযোগ এনে দেয়। আমরা জানি ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মারা কোন মানের ক্রিকেট খেলার ক্ষমতা রাখে। বাইশগজে গিয়ে ওদেরকে নিজের প্রতিভা মেলে ধরার স্বাধীনতা দেওয়া হয়েছে। “