মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ডে জাভারেভ, রুবলেভ

।। প্রথম কলকাতা ।।
বুধবার মোনাকোয় আয়োজিত মন্টে কার্লো মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে ফেদেরিকো দেলবনিসকে হারিয়েছেন প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাইয়ের মর্যাদা পাওয়া জার্মানীর আলেকজান্ডার জাভারেভ। আর্জেন্তিনীয় প্রতিপক্ষকে ৬-১, ৭-৫ হারিয়ে তৃতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করেন জাভারেভ।
মঙ্গলবার মন্টে কার্লো মাস্টার্সের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়ে গিয়েছেন নোভাক জকোভিচ। সার্ব তারকা বিদায় নেওয়ায় চলতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে এখন জাভারেভই। দেলবনিসকে হারানোর পর ২০১৮ মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালিস্ট বলেন – ” ক্লে কোর্টে আয়োজিত মাস্টার্সগুলির মধ্যে একমাত্র মন্টে কার্লোতেই আমি জয় পাইনি। এখনও অবধি অধরা থাকা শিরোপা দখলের জন্যে আমি মরিয়া। আমি ভালো টেনিস খেলবার জন্যে মুখিয়ে রয়েছি। আশা করব, চলতি সপ্তাহে সেই ভালো টেনিস মন্টে কার্লো ওপেনের দর্শকদের উপহার দিতে পারব। “
মন্টে কার্লোস মাস্টার্সের শেষ ষোলোতে স্পেনের পাবলো কারেনো বুস্তার মুখোমুখি হবেন জাভারেভ। বুস্তা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আলেকজান্দার বুবলিকের মুখোমুখি হয়েছিলেন। বুবলিক তিন সেটের ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় পরবর্তী রাউন্ডে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন বুস্তা। দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যালেক্স দে মিনাউরের বিরুদ্ধে প্রথম সেট খোয়ানোর পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পরবর্তী পর্যায়ের পৌঁছানোর ছাড়পত্র পেয়েছেন আন্দ্রে রুবলেভ। মন্টে কার্লো মাস্টার্সের পঞ্চম বাছাই রুবলেভ ২-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে জয় পান।