ভারতীয় দলের হয়েও ভালো পারফর্ম করবেন উমেশ, কেকেআরের সতীর্থকে নিয়ে আশাবাদী সাউদি

।। প্রথম কলকাতা ।।
২০২২ আইপিএল মহানিলামে প্রায় অবিক্রিতই থেকে যাচ্ছিলেন ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদব। ভিত্তিমূল্য ২ কোটি টাকার বিনিময়েই উমেশকে দলে নেয় দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তারকা পেসার চলতি সংস্করণে আগুনে ফর্মে রয়েছেন। সতীর্থ পেসারকে ভারতীয় দলের হয়েও দারুণ পারফর্ম করতে দেখবেন বলে আশাবাদী টিম সাউদি।
২০২১ সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন উমেশ যাদব। আনরিখ নর্খিয়া, কাগিসো রাবাডা, আবেশ খানরা থাকায় ভারতীয় পেসার খুব বেশি সুযোগ পাননি। ২০২২ সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগুন ঝরাচ্ছেন উমেশ। প্রথম পাঁচটি ম্যাচে ৬.৬০’র নজরকাড়া ইকোনমি রেট সহ উমেশের সংগ্রহ ১০ উইকেট। চলতি সংস্করণের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উমেশকে নিয়ে আশায় বুক বাঁধছেন কলকাতা নাইট রাইডার্স অনুরাগীরা।
ভারতীয় দলের পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কলকাতা নাইট রাইডার্সের আরেক অভিজ্ঞ পেসার টিম সাউদি। নিউজিল্যান্ডের তারকা পেসার বলেন – ” আমি নিজেই উমেশের ফ্যান। দুর্দান্ত বোলার। আমরা দুজনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতাম। তখন বেশ কয়েকটা ম্যাচে ওর সঙ্গে জুটিতে নতুন বল ভাগ করে নিয়েছি। এই অভিজ্ঞতাটার জন্যে, ওর সঙ্গে খেলতে পারার জন্যে নিজেকে সৌভাগ্যবান মনে করি। “
ভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সাউদি আরও বলেন – ” এখন উমেশ যেভাবে বোলিং করছে, ও যদি এই ধারাবাহিকতাটি বজায় রাখতে পারে তাহলে আমার মনে হয় টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের হয়েও দারুণ পারফর্ম করবে। চলতি আইপিএলে উমেশ শুরুটা দুর্দান্ত করেছে। বিশ্বমানের বোলারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, একই সঙ্গে খেলাই এই প্রতিযোগিতাটির অন্যতম আকর্ষণ, সৌন্দর্য। “