মিয়ামি ওপেন চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ডে সেবাস্টিয়ান কর্ডা

।। প্রথম কলকাতা ।।
গতকাল মন্টে কার্লো মাস্টার্সে বড়োসড়ো অঘটন ঘটিয়েছেন সেবাস্টিয়ান কর্ডা। সদ্য সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে মিয়ামি ওপেনের শিরোপা জিতে নজির গড়া কার্লোস আলকারাজকে হারিয়ে পুরুষ সিঙ্গলস তৃতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করেছেন কর্ডা। রুদ্ধশ্বাস ম্যাচে কর্ডা ৭-৬(২), ৬-৭(৫), ৬-৩ ব্যবধানে জয় পেয়েছেন।
সদ্য মিয়ামি ওপেনে নিজের কেরিয়ারের প্রথম এটিপি মাস্টার্স ১০০০ শিরোপা জিতে মন্টে কার্লো মাস্টার্সে অংশগ্রহণ করতে এসেছিলেন আলকারাজ। বিশ্বর্যাঙ্কিংয়ের ১১তম স্থানে থাকা স্প্যানিশ প্রতিভা মন্টে কার্লো মাস্টার্সে তার দুরন্ত ধারাবাহিকতা দেখাতে পারেননি। প্রসঙ্গত ১৮ বছর বয়সী আলকারজ এই প্রথমবার মন্টে কার্লো মাস্টার্সে অংশগ্রহণ করেছিলেন।
কার্লোস আলকারাজের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে তৃতীয় রাউন্ডে পোঁছানো সেবাস্টিয়ান কর্ডা তার পরবর্তী ম্যাচে টেলর ফ্রিটজের মুখোমুখি হবেন। সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলসের শিরোপাজয়ী টেলর ফ্রিটজের বিরুদ্ধে এটিপি র্যাঙ্কিংয়ের ৪২তম সেবাস্টিয়ানের লড়াই দেখতে মুখিয়ে টেনিস প্রেমীরা। গতকাল পুরুষ সিঙ্গলস দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হোলগার রুনেকে ৭-৬(৫), ৭-৫ হারিয়ে শেষ ষোলোর ছাড়পত্র আদায় করেছেন ক্যাস্পার রুড। পরবর্তী ম্যাচে রুডের প্রতিপক্ষ বিশ্বর্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে থাকা গ্রিগর দিমিত্রভ।