বিলি জিন কিং কাপে জাপানের পর চীনের বিরুদ্ধেও ০-৩ ব্যবধানে বিধ্বস্ত ভারতীয় দল

।। প্রথম কলকাতা ।।
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত বিলি জিন কিং কাপের প্রথম দিনেই জাপানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ভারতীয় মহিলা টেনিস দল। শক্তিশালী জাপানের বিরুদ্ধে তিন ম্যাচের টাইতে ভারতীয় প্রতিযোগিরা একটিও সেট দখল করতে পারেননি। কার্যত বিনা প্রতিরোধেই হার মেনে নেন অঙ্কিতা রায়নারা। গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় টাইয়ে চীনের বিরুদ্ধেও ০-৩ ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় দল।
মঙ্গলবার এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপের তিনটি টাইতেই একপেশে ফলাফল দেখা যায়। জাপানের মতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চীন ও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ৩-০ ব্যবধানে দাপুটে জয় পেয়েছিল। গতকাল চীনের বিরুদ্ধে প্রত্যাবর্তনের সুযোগ পেয়েছিলেন অঙ্কিতারা। এমটিএ টেনিস অ্যাকাডেমির ক্লে কোর্টে আয়োজিত টাইতে একপেশে হারের মুখ দেখেছে ভারতীয় দল।
টাইয়ের প্রথম ম্যাচে বিশ্বর্যাঙ্কিংয়ের ৪৬৩তম স্থানে থাকা রিয়া ভাটিয়া ১-৬, ৩-৬ ব্যবধানে হারের মুখ দেখেছেন। বিশ্বর্যাঙ্কিংয়ের নিরিখে অনেকটা এগিয়ে থাকা লিন ঝু (১০৬)’র বিরুদ্ধে ১০টি ডাবল ফল্ট করবার খেসারত দিয়েছেন রিয়া। ভারতীয় মহিলা টেনিস প্লেয়ারদের মধ্যে সিঙ্গলস র্যাঙ্কিংয়ে সবচেয়ে উঁচুতে থাকা অঙ্কিতা রায়নাও চলতি প্রতিযোগিতায় টানা দ্বিতীয় হারের মুখ দেখেছেন। বিশ্বর্যাঙ্কিংয়ের ৯৭ নম্বর কিয়াঙ ওয়াঙয়ের বিরুদ্ধে ৪-৬, ২-৬ ব্যবধানে হেরেছেন অঙ্কিতা (৩১৯)। টাইয়ের শেষ ম্যাচ অর্থাৎ ডাবলসের প্রথম সেটে য়িফান জু – ঝাওজুয়ান ইয়াঙ’কে কঠিন লড়াইয়ের মুখে ফেললেও শেষরক্ষা করতে পারেননি সৌজন্য বাভিশেট্টী – ঋতুজা ভোসলে। ভারতীয় জুটি এই ম্যাচে ৫-৭, ১-৬ ব্যবধানে হারের মুখ দেখেন।