RR vs GT: দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে ফেরার লড়াই হার্দিকদের

।। প্রথম কলকাতা ।।
চলতি আইপিএলে অন্যতম শক্তিশালী দল হিসাবে নিজেদের উপস্থিতি জাহির করেছে রাজস্থান রয়্যালস। কম যায়না নবাগত ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সও। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বিধ্বস্ত হলেও টানা তিন ম্যাচে জয় পেয়েছিলেন হার্দিকরা। আজ, নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে জয়ের সরণিতে ফিরতে চাইবে গুজরাত টাইটান্স। ধারাবাহিকতা বজায় রাখার লড়াইয়ে মরিয়া স্যামসনরাও।
পিচ সংবাদ: মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত শেষ ম্যাচটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্পিনাররা। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলা দুই দলেই তারকা স্পিনাররা রয়েছেন। রশিদ খান, অশ্বিন, চাহালের মতো অভিজ্ঞ তারকাদের পারফর্মেন্স নির্নায়ক হতে পারে।
দলের খবর
গুজরাট টাইটান্স: শেষ ম্যাচে হারের মুখ দেখলেও চলতি আইপিএলে নজর কাড়ছে গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণ। বিশেষ করে, মহম্মদ শামি, লকি ফার্গুসনদের সঙ্গে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বোলিং কার্যকরী হয়ে উঠেছে। রয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট রশিদ খানও। গুজরাট টাইটান্সের চিন্তার বিষয় তাদের ওপেনিং জুটি। প্রতিশ্রুতিমান ভারতীয় ওপেনার শুভমানের ব্যাটে ধারাবাহিকতা দেখা গেলেও নজর কাড়তে পারছেন না ম্যাথু ওয়েড। এই ম্যাচে রহমানউল্লাই গুরবাজকে খেলানোর কথা ভাবতে পারেন আশিস নেহরারা।
সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামি, দর্শন নালকান্ডে
রাজস্থান রয়্যালস: শেষ ম্যাচে জয় পেয়ে অনেকটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেন সঞ্জু স্যামসনরা। ছন্দে রয়েছেন ক্যারিবিয়ান তারকা সিমরন হেটমেয়ার। তবে প্রতিপক্ষ দলের আফগান স্পিনার রশিদ খানের বিরুদ্ধে হেটমেয়ার, বাটলারের রেকর্ড উজ্জ্বল নয়। মহম্মদ শামি – লকি ফার্গুসনদের পেস আক্রমণের সামনেও সমস্যায় পড়তে পারে রাজস্থান রয়্যালস টপ অর্ডার। সঞ্জু স্যামসনের মুখে হাসি ফোটাচ্ছে অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্টের ধারাবাহিকতা। এই ম্যাচে বোল্টের পাশাপাশি প্রসিধ, সাইনি, চাহাল, অশ্বিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
সম্ভাব্য একাদশ: জশ বাটলার, দেবদত্ত পাডিক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক – উইকেটরক্ষক), সিমরন হেটমেয়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জিমি নিশাম, নভদীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল