জমজমাট প্রচার, আসানসোলে অগ্নিমিত্রার হয়ে প্রচারে শুভেন্দু

।। প্রথম কলকাতা ।।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা সমর্থনে আজি মিঠুন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন। আবার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পলের সমর্থনে আজ আসানসোলের প্রচারে যান। লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপির বাজি অগ্নিমিত্রা পল।
ঘরেতে অগ্নিমিত্রা ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে। ফ্যাশন দুনিয়ার জগৎ থেকে এখন রাজনীতির ময়দানে। পদ্ম শিবিরে আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে ফের একবার লোকসভা উপনির্বাচন তুরুপের তাস করেছে বিজেপি। রাজ্যে 2 কেন্দ্রের নির্বাচনে দুই মহিলাকে প্রার্থী করেছে বিজেপি। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এলাকার মেয়ে। বিধানসভা নির্বাচনে ঝড় তুললেও পুরভোটে তেমন সুবিধা করতে পারেননি তিনি।
তাকে আসানসোলে প্রার্থী করেছে বিজেপি। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাম প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিজেপি জোরকদমে প্রচার চালাতে চাইছে।হুড খোলা গাড়িতে একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে সৌমিত্র খাঁ অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে নামেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা হাত দেখান এবং ফুল ছোড়েন। সব মিলিয়ে আসানসোল লোকসভা উপনির্বাচনে জেতার আশা রাখছে বিজেপি পরিষ্কার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম