MI vs RR: ছন্দে ফেরার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের মুখোমুখি রোহিত বাহিনী

।। প্রথম কলকাতা ।।
২০২২ আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নেমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে থেকেও হারের মুখ দেখেছিলেন রোহিতরা। আজ, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রত্যাবর্তনের লড়াইয়ে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। আঙুলের চোট সারিয়ে এই ম্যাচে ফিরছেন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। অন্যদিকে রাজস্থান রয়্যালসের কিউয়ি পেসার নাথান কুল্টার নাইলকে নিয়ে সংশয় রয়েছে।
পিচ সংবাদ: চলতি আইপিএলের অন্য ম্যাচগুলির মতো এই ম্যাচে টস ভাগ্য গুরুত্বপূর্ণ হবে না। দিনের ম্যাচ হওয়ায় শিশিরের ভূমিকা নেই। তবে, ব্যাটারদের জন্যে পিচ পরের দিকে সহজ হয়ে যাওয়ায় টসে জেতা দল প্রথমে বোলিং করবার কথা ভাবতে পারে।
দলের খবর
মুম্বাই ইন্ডিয়ান্স: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলাকালীন আঙুলে চোট পাওয়া সূর্যকুমার যাদবকে প্রথম ম্যাচে পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। চোট সারিয়ে দলে ফেরা তারকা ব্যাটারকে পেলে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং লাইন আপের শক্তি অনেকাংশে বাড়বে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), এন তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, কিয়েরন পোলার্ড, ড্যানিয়েল সামস, এম অশ্বিন, টাইমাল মিলস, জসপ্রীত বুমরাহ, বাসিল থাম্পি
রাজস্থান রয়্যালস: সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নজর কেড়েছে রাজস্থান রয়্যালস ব্যাটিং লাইন আপ। টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞ ব্যাটারদের পাশাপাশি এই দলের বোলিং আক্রমণও বেশ ভালো। চোট পাওয়া নাথান কুল্টার নাইলকে নিয়ে সংশয় থাকলেও প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্টরা নজর কাড়তে পারেন।
সম্ভাব্য একাদশ: জশ বাটলার, যশস্বী জসওয়াল, দেবদত্ত পাডিক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সিমরন হেটমেয়ার, রিয়ান পরাগ, জিমি নিশাম, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান: আইপিএলের ইতিহাসে এই দুই দল মোট ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। জয়ের নিরিখে অল্প এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ১৩টি ম্যাচে জয় পেয়েছে। রাজস্থান রয়্যালস অনুরাগীদের জন্যেও সুখবর রয়েছে। ২০১৮ সংস্করণ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা ৮টি ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে রাজস্থান রয়্যালস।
নজর রাখুন এই দ্বৈরথে: মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে বেশ সফল ট্রেন্ট বোল্ট। মুম্বাই ইন্ডিয়ান্সেরই প্রাক্তন পেসার চার বার রোহিতের উইকেট নিয়েছেন।
রাজস্থান রয়্যালসের ক্যারিবিয়ান তারকা সিমরন হেটমেয়ারকে সমস্যায় ফেলতে জুড়ি নেই বুমরাহর। ছয় ইনিংসে তিনবার ভারতীয় পেসারের শিকার হয়েছেন হেটমেয়ার।