“কম পারিশ্রমিক পান বলেই নাকি বলিউডে অভিনয়ের সুযোগ পান টোটা!” সমালোচনায় সরব অভিনেতা

।। প্রথম কলকাতা ।।
সম্প্রতি দার্জিলিং-এ শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ফেলুদা সিরিজের শুটিং। আর তারই মাঝে হাতে রয়েছে বেশ কিছু হিন্দি ছবির কাজ। পাশাপাশি কিছুদিন আগেই শেষ করেছেন করণ জোহর পরিচালিত ‘রকি অওর রনি’ ছবির শুটিং। তবে এ আর নতুন কী। টলিউডের বেশ কিছু তারকা এখন বলিউডেও একই ভাবে নিজের পরিচিতি গড়তে ব্যস্ত। যাদের মধ্যে অন্যতম যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় সহ টোটা রায় চৌধুরী।
আর এ প্রসঙ্গেই টলিপাড়ায় হচ্ছে নানান সমালোচনা। কান পাতলেই শোনা যায়, ‘কম পারিশ্রমিক নেন বলেই নাকি অভিনয়ের অফার আসে।’ এবার এমন মন্তব্যের বিরুদ্ধে যোগ্য জবাব দিলেন অভিনেতা টোটা।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আসলে টলিউডের বেশিরভাগ লোকের রাশিফলই কর্কট। তাই তাঁরা কাঁকড়ার মতো ব্যবহার করে, ওঁরা জানেনই না, সর্বভারতীয় স্তরে যা পারিশ্রমিক সেটাই আমরা পাই বা নিই। ওঁদের মাথাতেও আসে না, কলকাতা থেকে অভিনেতা নিয়ে যাওয়ার খরচা বেশি। থাকা, খাওয়া, সব মিলিয়ে। বলিউডের থেকে শিল্পী নিলে বরং কম খরচে হয়ে যায়। তবু ওঁরা আমাদের ডাকেন কাজের মান দেখে।’
পাশাপাশি টলিউড থেকে বলিউডে এত ডাক পড়ার কারণ জানতে চাইলে টোটা জনান, “এখন বলিউডে শারীরিক গঠন, সৌন্দর্য, নাচাগানা পিছনের সারিতে। বদলে বিষয় নির্ভর কাজ হচ্ছে। যার জন্য বাংলার খ্যাতি বরাবরই। সেখানে আমরা পোক্ত। তাই আমাদের ঘুরে ফিরে ডাক আসে।’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম