Prothom Kolkata

Popular Bangla News Website

‘তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে’, শাসক দলকে আক্রমণ সুকান্তর

।। প্রথম কলকাতা ।।

অমিত শাহের সঙ্গে দেখা করলাম। রামপুরহাট কাণ্ডের রিপোর্ট তার হাতে তুলে দিলাম। আজ সাংবাদিক বৈঠকে জানান সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘গতকাল আমরা জেপি নাড্ডাজীর
হাতে রিপোর্ট তুলে দিয়েছিলাম আজ অমিত শাহজীর হাতে সেই রিপোর্ট তুলে দিলাম। পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের যা দাবি ছিল তাতে বিধানসভায় দু’ঘণ্টার আলোচনা চেয়েছিলেন বিধায়কেরা ।

এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বক্তব্য শোনা অবশ্যক ছিল। কিন্তু আমাদের বিধায়কেরা যখন দাবি তোলে ছিল তারপর তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি বিধায়ক দের উপর আক্রমণ করেছেন। সেই ঘটনা আমরা অমিত শাহজীকে জানাই। তিনি আমাদের সব কথা শুনেন। তিনি বলেছেন দল সর্বতোভাবে বিধায়কদের সঙ্গে আছে। আগামীদিনের লড়াই ততদিন চলবে যতদিন গণতন্ত্র হত্যাকারী সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করতে না পারব।’ আবার অন্যদিকে ভাইরাল একটি চিঠি ঘিরে তুলকালাম বীরভূম তৃণমূল‌।

অনুব্রত মণ্ডল বলেছেন আমি আনারুল হোসেনকে সরিয়ে দেবো বলেছিলাম কিন্তু আশিস বন্দোপাধ্যায় বলেছিলেন একটা চান্স দেওয়া হোক। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। সবে এখন পত্র বোমা চলছে একে অপরের বিরুদ্ধে। অবৈধভাবে পয়সা তোলা হতো তা স্থানীয়রাই বলেছেন। সেই টাকা পয়সা কোথায় যেতো তাও গ্রামবাসীরা জানিয়েছেন।’

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories