‘যাঁর মদ খান তাঁরা ভারতীয় নন’, মদ্যপায়ীদের ‘ মহাপাপী ‘ বললেন নীতিশ কুমার

।। প্রথম কলকাতা ।।
বিহার এমনিতেই পরিচিত ড্রাই স্টেট বলে। মদ্যপান নিয়ে এর আগেও সরব হয়েছে বিহার সরকার, ২০১৬ থেকে সে রাজ্যে নিষিদ্ধ মদ। কিন্তু তাতে সুরাহা হয়নি। প্রশাসনের চোখে ধুলো দিয়ে দেদার হারে বিকোচ্ছে মদ। বারবার দেখা গিয়েছে মদ্যপানে মৃত্যু হয়েছে মানুষের। কিন্তু এবার ফুঁসে উঠেছেন নীতিশ কুমার।
বিহার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, এবার থেকে মদ্যপানে যাঁদের মৃত্যু হবে তাঁদের পরিবারকে কোনরকম সাহায্য করবে না সরকার পক্ষ। সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, যাঁরা জানেন মোড় ক্ষতিকারক এবং তার পরেও পান করেন, এটা তাঁদের দোষ এবং তাঁদের দায়। তিনি নিজের বক্তব্যে তুলে এসেছেন গান্ধীজীর প্রসঙ্গ। নীতিশ কুমার বলেন, মহাত্মা গান্ধীও মদ্যপানের বিরোধী ছিলেন।
বিহার মুখ্যমন্ত্রীর মতে যাঁরা মদ্যপান করেন তাঁদের তিনি ভারতীয় বলে মনেই করেন না। একই সঙ্গে তাঁদের মহাপাপী ও বলেছেন। উল্লেখ্য গতকাল বিহারে একটি নিয়ম বিল পাশ হয়েছে, তাতে বলা হয়েছে কেউ প্রথমবার মদ্যপানের জন্য ধরা পড়লে জরিমানার বদলে জামিন পেয়ে যাবে, কিন্তু জরিমানা দিতে না পারলে এক মাসের জন্য কারাবাস করতে হবে ওই অভিযুক্তকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম