গ্রুপ ডি নিয়োগ মামলায় কড়া পদক্ষেপ কোর্টের, ফের CBI তদন্তের নির্দেশ

।। প্রথম কলকাতা ।।
রাজ্যে একাধিক সরকারি নিয়োগ ক্ষেত্রে বারবার আদালতে মামলা দায়ের হয়েছে। শিক্ষক নিয়োগ থেকে গ্রুপ ডি নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগ একাধিক বিষয়ে মামলা চলছে রাজ্যের উচ্চ আদালতে। বেশ কিছু ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে CBI তদন্তের নির্দেশ দেওয়া হলেও ডিভিশন বেঞ্চ সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে।
তারপরে ফের নিয়োগ মামলায় CBI হস্তক্ষেপের নির্দেশ গেল হাইকোর্ট থেকে। ২০১৬ সালে গ্রুপ ডিতে ৯৮ জনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়, ২০১৯ সালে শেষ হয় প্যানেলের মেয়াদ। অভিযোগ ৯০ জনের নাম প্যানেলের নেই। এই মামলায় এবার অভিযুক্তকে CBI জেরার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের মতে, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যেসব মামলা আসছে, সেইসব মামলার একাধিক জায়গায় নাম এসেছে শান্তিপ্রসাদ সিনহার, তার নির্দেশে কাজ হয়েছে বহু ক্ষেত্রে, আদালতের কাছে তার তথ্য রয়েছে বলেই খবর। সেই কারণেই আজ আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম