ওয়ার্ল্ড টিটি স্টার কন্টেন্ডারে ব্রোঞ্জ জিতলেন মণিকা – অর্চনা

।। প্রথম কলকাতা ।।
বুধবার দোহায় আয়োজিত ওয়ার্ল্ড টেবল টেনিস স্টার কন্টেন্ডার মহিলা ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন মণিকা বাত্রা – অর্চনা কামাথ। দুরন্তে ছন্দে থাকা এই ভারতীয় জুটি সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের লি য়ু-ঝুন – চেঙ ই-চিঙয়ের কাছে হারের মুখ দেখেন। ম্যাচের ফল ৮-১১, ৬-১১, ৭-১১।
চলতি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে অলিম্পিক পদকজয়ী জুটিকে হারিয়ে বড়ো চমক দিয়েছিলেন মণিকা – অর্চনা। বুধবার, র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা লি – চেঙয়ের বিরুদ্ধে ভারতীয় জুটি সেভাবে প্রতিরোধই গড়তে পারেননি। বিশ্বর্যাঙ্কিংয়ের ষষ্ঠস্থানে থাকা মণিকারা প্রথম গেমে মরিয়া প্রয়াস চালালেও শেষরক্ষা হয়নি। ৮-১১ ব্যবধানে প্রথম গেম খোয়ানোর পর ম্যাচ থেকেই হারিয়ে যান মণিকারা। পরের দুটি গেমেও দাপট দেখিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করে চাইনিজ তাইপেইয়ের জুটি।
দোহায় আয়োজিত প্রতিযোগিতাটির সিঙ্গলসেও প্রি-কোয়ার্টার ফাইনালের গন্ডি টপকাতে ব্যর্থ মণিকা। শেষ ষোলোর ম্যাচে বিশ্বর্যাঙ্কিংয়ের ১৭তম স্থানে থাকা জার্মানীর ইয়াঙ হানের বিরুদ্ধে ১১-৫, ১১-২, ১১-৪ ব্যবধানে উড়ে যান মণিকা। পুরুষ সিঙ্গলস শেষ ষোলোর ম্যাচে হারের মুখ দেখেছেন জি সাথিয়ানও। ভারতীয় প্যাডলার প্রথম সেট জিতে ভালো শুরু করলেও সুইডেনের ক্রিস্টিয়ান কার্লসনের কাছে হারের মুখ দেখেন। ম্যাচের ফল ১১-৫, ৮-১১, ৭-১১, ৪-১১।