Weather: উত্তরে বৃষ্টি, দক্ষিনে তাপপ্রবাহের সর্তকতা

।।প্রথম কলকাতা।।
আগামী কয়েকদিন রাজ্যে বাড়বে তাপমাত্রা ফলে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দু-তিন দিন তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না তবে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে।
গরমে নাজেহাল সাধারণ মানুষ এই পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টি চাইছে সকলে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ৩১ তারিখ সকাল থেকে চার জেলায় পুরুলিয়া, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
শহর কলকাতায় বাড়ছে পারদ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। আজ উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি আলিপুরদুয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম