ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন প্রো-লিগের ম্যাচের জন্যে ২২ সদস্যের দল ঘোষণা করল ভারত

।। প্রথম কলকাতা ।।
আগামী মাসের শুরুতেই ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত হতে চলা এফআইএইচ প্রো লিগের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ভারতীয় হকি সংস্থা ২রা ও ৩রা এপ্রিলের ম্যাচদুটির জন্যে ২২ সদস্যের দল ঘোষণা করেছে। অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার অমিত রুইদাস। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন হরমনপ্রীত সিং।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের জন্যে ঘোষিত দল নিয়ে ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড বলেন – ” তরুণ খেলোয়াড়রা যেভাবে প্রো-লিগে খেলার সুযোগ পেয়ে চমকে দিচ্ছে তা দেখে ভীষণ ভালো লাগছে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে তারা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। আমাদের হাতে বিকল্প থাকাটা ভালো বিষয়। আমরা এফআইএইচ প্রো-লিগকে নানান কম্বিনেশান নিয়ে পরীক্ষা-নিরিক্ষার মঞ্চ হিসাবে ব্যবহার করছি। ইংল্যান্ডের দল বেশ শক্তিশালী। সপ্তাহান্তের ম্যাচগুলি আকর্ষনীয় হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। “
এফআইএইচ প্রো লিগের চলতি সংস্করণে ভারতীয় পুরুষ হকি দল মোট আটটি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। পয়েন্ট তালিকায় ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথমস্থানে থাকা জার্মানীর সংগ্রহ ১৭ পয়েন্ট। এফআইএইচ প্রো লিগের শেষ ম্যাচে আর্জেন্তিনার মুখোমুখি হয়েছিল ভারত। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আর্জেন্তিনার বিরুদ্ধে দুটি ম্যাচের একটিতে হার ও অন্যটিতে জয় পেয়েছিল গ্রাহাম রিডের ছাত্ররা।
২২ সদস্যের ভারতীয় দল
গোলরক্ষক: পিআর শ্রীজেশ, কৃষ্ণ বাহাদুর পাঠক
ডিফেন্ডার: সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং, নীলম সঞ্জীপ, বরুণ কুমার, অমিত রুইদাস, যুগরাজ সিং
মিডফিল্ডার: যশকরন সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শামসের সিং, রাজ কুমার পাল, সুমিত, বিবেক সাগর প্রসাদ
ফরোয়ার্ড: গুর্জন্ত সিং, মনদীপ সিং, সুখজিৎ সিং, অভিষেক, গুরসাহিবজিৎ সিং, শিলানন্দ লাকরা